নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– সিকিমে ঘুরতে গিয়ে নিখোঁজ দুর্গাপুরের এক চিকিৎসক। নিখোঁজ ওই চিকিৎসকের নাম রাহুল দেব মাজি। তিনি ইএসআই ফলতার জুনিয়র চিকিৎসক হিসেবে কর্মরত। দুর্গাপুরের সিটি সেন্টারের ডক্টরস কলোনির প্রীতিলতা ওয়েদ্দার সরনির বাসিন্দা ডাঃ রাহুল ।
পরিবার সূত্রে জানা গেছে পুজোর সময় ছুটি মিলবে না গত ৩০ তারিখ দুর্গাপুরের ৬ ও কলকাতার ২ বন্ধুর সঙ্গে সিকিমে ছুটি কাটাতে যান রাহুল। গত ৩ তারিখ রাত্রি ৯ টা নাগাদ শেষ বারের মতো পরিবারের সাথে কথা হয় রাহুল দেবের । এরপর থেকে আর তার সঙ্গে যোগাযোগ করতে পারেনি পরিবারের লোকজন। যোগাযোগ করা যাচ্ছে না তার বন্ধুদের সঙ্গেও। ডাঃ রাহুলের বাবা বিদ্যুৎ মাঝি জানান ফোনে যখন শেষবার কথা হয় তখন রাহুল জানিয়েছিল সেখানে প্রচন্ড বৃষ্টি হচ্ছে। তবে পরদিন সকালে তাদের ঘুরতে বেরনোর কথা ছিল। কিন্তু পরদিনই সংবাদ মাধ্যমে বিদ্যুৎবাবুরা জানতে পারেন লোনক হ্রদ ফেটে সিকিমে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে এবং তিস্তা নদীতে বন্যা দেখা দিয়েছে। কিন্তু তার পর থেকে রাহুল বা তার কোনও বন্ধুর সঙ্গে আর যোগাযোগ করতে পারেননি বিদ্যুৎবাবু ও তার পরিবার।
এদিকে একমাত্র ছেলের চিন্তায় রাতের ঘুম উড়েছে রাহুলের পরিবারের। বিষয়টি নিয়ে প্রশাসনিক হস্তক্ষেপের দাবি জানিয়েছেন তারা।