নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- সেই কবে ১৯৮৪ সালে মাধ্যমিক পাশ করে স্কুলের গণ্ডি পেরিয়েছিলেন সকলে। এখন সবাই সমাজের বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত ও ব্যস্ত। সমাজ নানাভাবে উপকৃত হচ্ছে দুর্গাপুর প্রজেক্ট বয়েজ হাইস্কুলের প্রাক্তন এই ছাত্র ছাত্রীদের দ্বারা। রবিরার ওঁরাই একত্রিত হল পুরনো সেই স্কুলে। দুবাই, মুম্বাই, ব্যাঙ্গালুরু, ছত্রিশগড় ও কলকাতা সহ দেশের ও রাজ্যের বিভিন্ন এলাকা থেকে এদিনের পুনর্মিলন অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন ওঁরা। শুধু প্রাক্তন ছাত্র ছাত্রীরাই নন, পুনর্মিলন অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন বর্তমান শিক্ষকদের পাশাপাশি প্রাক্তন শিক্ষকরাও। স্কুলের সেই পুরনো শ্রেণিকক্ষে বসে সময় কাটান দুপক্ষ। চলে স্মৃতিচারণ।
এছাড়া ডিপিএল কলোনির শ্রেয়সী ভবনে পুনর্মিলন উপলক্ষ্যে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছিল প্রাক্তন পড়ুয়ারা। স্কুল থেকে সেখানেই উপস্থিত হন সকলে। সেখানে প্রাক্তন শিক্ষক ও বর্তমান শিক্ষকদের সংবর্ধনা দেওয়া হয়। প্রাক্তন শিক্ষকদের পক্ষ থেকে স্বরচিত কবিতা পাঠ করা হয়। প্রাক্তন ছাত্রেরাও একাঙ্ক নাটক, কবিতা পাঠ সহ বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেন।
প্রাক্তন ছাত্রদের পক্ষে সুব্রত পালিত জানান দেশ তথা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ছাত্র ছাত্রীরা উপস্থিত হলেও পোল্যান্ডের এক বন্ধু দীননাথ মল্লিক এদিনের অনুষ্ঠানে যোগ দিতে পারেননি। তবে তিনি অনলাইনে তাদের সঙ্গে যুক্ত হন ও আড্ডায় অংশগ্রহণ করেন।