নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– রাজ্য সরকার অধীনস্থ ডিপিএল কারখানার হাসপাতালে অনির্দিষ্টকালের জন্য রোগী ভর্তি বন্ধের কথা জানিয়ে নির্দেশিকা জারি করেছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার ওই নির্দেশিকা জারির পরই সরব হয়েছে বিরোধী রাজনৈতিক দলগুলি। হাসপাতালে রোগী ভর্তি বন্ধ হওয়ায় হাসপাতাল তুলে দেওয়ার আশঙ্কা করছেন বিরোধীরা। তাদের অভিযোগ রাজ্য সরকার আসলে হাসপাতাল তুলে দেওয়ার চক্রান্ত করছে। এরই প্রতিবাদে শনিবার দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুইয়ের নেতৃত্বে ডিপিএল হাসপাতালের সামনে বিক্ষোভ দেখায় বিএমএস ও বিজেপি কর্মী সর্মথকেরা।
অন্যদিকে হাসপাতালের ইনডোর পরিষেবা বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়বেন বলে দাবি করেছেন কাখানার কর্মীদের একাংশ। উল্লেখ্য ১২০ বেডের ডিপিএল হাসপাতালে আগে প্রায় ২০ জনের অধিক চিকিৎসক কর্মরত ছিলেন। যেখানে বর্তমানে ২ জন চিকিৎসক ও ৯ জন নার্স কর্মরত রয়েছেন। পাশাপাশি আরও ২ জন পার্ট টাইম চিকিৎসক রয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে বিশেষ প্রয়োজনে চিকিৎসকের পরামর্শে ৪ ঘণ্টা রোগীকে হাসপাতালে রেখে চিকিৎসা পরিষেবা দেওয়া হবে। যদিও ডিপিএল কর্তৃপক্ষের দাবি, বর্তমান পরিস্থিতিতে শ্রমিক স্বার্থে যেটুকু পরিষেবা দেওয়া সম্ভব সেটাই দেওয়া হচ্ছে।