নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুরঃ– পুজোরয় কাউন্ট ডাউন শুরু হয়ে গেছে। হাতে মাত্র কয়েকটা দিন। চলছে শেষ মুহুর্তের প্রস্ততি। কিন্তু এবার পুজোয় বোনাস মেলেনি শিল্পাঞ্চলের অর্থনীতির মেরুদন্ড হিসেবে পরিচিত দুর্গাপুর ইস্পাত কারখানার শ্রমিকদের। প্রতিবাদে মঙ্গলবার বোনাসের দাবিতে আন্দোলন শুরু করল দুর্গাপুর ইস্পাত কারখানার শ্রমিকরা। এদিন সকাল থেকে কারখানার মেইন গেট অবরোধ করে একযোগে বিক্ষোভে সামিল হয় শাসক বিরোধী সহ কারখানার সবকটি শ্রমিক সংগঠনের সদস্য শ্রমিক কর্মচারীরা।
প্রসঙ্গত প্রতিবছরই পুজোর বোনাস কত হবে তা নিয়ে এই কারখানার শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা দিল্লি যান কর্তৃপক্ষের সাথে আলোচনা করে তা স্থির করতে। এ বছরও অন্যান্যবারের মতোই দিল্লিতে কর্তৃপক্ষের সাথে শ্রমিক সংগঠনগুলির প্রতিনিধিদের বৈঠক হয়। কিন্তু সেই বৈঠকে কোনো সিদ্ধান্ত না হওয়ায় পরবর্তী বৈঠকের দিন স্থির করা হয় ১০ অক্টোবর দুর্গাপুজোর পরে। প্রসঙ্গত দুর্গাপুজোর বোনাস বরাবরই পুজোর আগেই দেওয়া হয়ে আসছিল এতদিন ধরে।
অন্যদিকে পুজোর আগে বোনাস নিয়ে কোনও সিদ্ধান্ত না হওয়ায় ক্ষোভে ফেটে পড়েন কারখানার শ্রমিক কর্মচারীরা। সোমবার সন্ধ্যায় ডিএসপি কর্তৃপক্ষের সঙ্গে বিষয়টি নিয়ে একদফা বৈঠকও করেন শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা। পাশাপাশি, আন্দোলনের রূপরেখা ঠিক করতে বিভিন্ন শ্রমিক সংগঠনগুলি নিজেদের মধ্যেও বৈঠকে করে। এরপরই মঙ্গলবার সকাল থেকে একযোগে বিক্ষোভ শুরু করেন সবকটি শ্রমিক সংগঠনের সদস্যরা। উল্লেখ্য, দুর্গাপুর ইস্পাত কারখানার ইতিহাসে এই প্রথম শাসক বিরোধী সমস্ত শ্রমিক সংগঠন একযোগে কোনও বিক্ষোভে সামিল হলেন।