নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুরঃ- এবার বোনাসের দাবিতে রক্ত স্বাক্ষর করে বিক্ষোভ কর্মসূচি পালন করল ডিএসপির কর্মীরা। বুধবার আইএনটিইউসির নেতৃত্বে ও হিন্দুস্তান স্টিল ওয়ার্কার ইউনিয়নের ডাকে এই অভিনব বিক্ষোভে সামিল হন শ্রমিকরা । বোনাসের দাবিতে এদিন প্রায় শতাধিক কর্মী দুর্গাপুর ইস্পাত কারখানার সামনে নিজেদের রক্ত দিয়ে স্বাক্ষর করে বিক্ষোভ প্রদর্শন করেন। কর্মসূচিতে উপস্থিত ছিলেন হিন্দুস্তান স্টিল ওয়ার্কার্স ইউনিয়নের জয়েন সেক্রেটারি কনভেনার রানা সরকার, হিন্দুস্তান স্টিল ওয়ার্কার্স ইউনিয়নের জয়েন্ট সেক্রেটারি রবিন গাঙ্গুলী, হিন্দুস্তান স্টিল ওয়ার্কার্স ইউনিয়নের সিনিয়ার ভাইস প্রেসিডেন্ট অসীম সাহা সহ আরো অনেকে।
প্রতি বছর দুর্গাপুজোর আগে ডিএসপির শ্রমিক কর্মচারীদের পুজোর বোনাস দেওয়া হলেও এবার পুজোয় বোনাস নিয়ে অনিশ্চিয়তা তৈরি হয়েছে। প্রসঙ্গত প্রতিবছরই পুজোর বোনাস কত হবে তা নিয়ে এই কারখানার শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা দিল্লি যান কর্তৃপক্ষের সাথে আলোচনা করে তা স্থির করতে। এ বছরও অন্যান্যবারের মতোই দিল্লিতে কর্তৃপক্ষের সাথে শ্রমিক সংগঠনগুলির প্রতিনিধিদের বৈঠক হয়। কিন্তু সেই বৈঠকে কোনো সিদ্ধান্ত না হওয়ায় পরবর্তী বৈঠকের দিন স্থির করা হয় ১০ অক্টোবর। অর্থাৎ দুর্গাপুজোর পরে। অন্যদিকে পুজোর আগে বোনাস নিয়ে কোনও সিদ্ধান্ত না হওয়ায় ক্ষোভে ফেটে পড়েন দুর্গাপুর ইস্পাত কারখানার শ্রমিক কর্মচারীরা। মঙ্গলবার সকালে কারখানার মেইন গেট বন্ধ করে একযোগে বিক্ষোভে সামিল হয় কারখানার সবকটি শ্রমিক সংগঠনের সদস্যরা। এরপর বুধবার আইএনটিইউসির নেতৃত্বে রক্ত স্বাক্ষর করে বিক্ষোভ দেখান শ্রমিকরা। দাবি মানা না হলে লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন আইএনটিইউসির সদস্য শ্রমিক কর্মচারীরা।