নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– ফের দুর্গাপুর ইস্পাত কারখানায় দুর্ঘটনা। দুর্ঘটনায় জখম হয়েছেন দুই ঠিকা শ্রমিক। জখম দুই ঠিকা শ্রমিকের নাম সুদেব মণ্ডল ও জুলফিকার আহমেদ। বর্তমানে তারা দুর্গাপুর ইস্পাত হাসপাতালে চিকিৎসাধীন। তবে দুজন শ্রমিকই বিপদমুক্ত বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসকরা।
জানা গেছে এদিন বিকেল সাড়ে পাঁচটা নাগাদ কারখানার দু’নম্বর ব্লাস্ট ফার্নেসে দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শী শ্রমিক ও কর্মীদের সূত্রে জানা যায় ওই দুই ঠিকা শ্রমিক কাজ করার সময় আচমকা একটি প্লাটফর্ম ভেঙে তাদের গায়ের উপর পড়ে। মাথায় গুরুতর চোট পান সুদেব মণ্ডল, কোমরে, হাতে ও পায়ে আঘাত লাগে জুলফিকার আহমেদের। তড়িঘড়ি তাদের উদ্ধার করে প্ল্যান্ট মেডিক্যালে নিয়ে যাওয়া হয় এবং সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাদের দুর্গাপুর ইস্পাত হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
অন্যদিকে এদিনের দুর্ঘটনার পর নিরাপত্তার বিষয়টি নিয়ে সরব হন কারখানায় কর্মরত শ্রমিকরা। তাদের অভিযোগ কারখানার ভিতরে অনেকগুলি প্লাটফর্মই জরাজীর্ণ অবস্থায় রয়েছে। বহুবার বিষয়টি উচ্চ কর্তৃপক্ষের নজরে আনা সত্ত্বেও কাজের কাজ কিছু হয়নি। ফলে প্রতিনিয়ত রীতিমতো জীবনের ঝুঁকি নিয়ে কাজ করতে হয় শ্রমিকদের। এদিনের দুর্ঘটনাই তা আবারও প্রমাণ করলো। তবে এদিনের দুর্ঘটনার বিষয়ে ডিএসপি কর্তৃপক্ষের তরফে কোনও বক্তব্য পাওয়া যায়নি।