eaibanglai
Homeএই বাংলায়ডিএসপি কারখানায় চুরি করতে গিয়ে মাথা আটকে গেল চোর বাবাজীবনের

ডিএসপি কারখানায় চুরি করতে গিয়ে মাথা আটকে গেল চোর বাবাজীবনের

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– ডিএসপি কারখানায় চুরি করতে গিয়ে মাথা আটকে গেল চোর বাবাজীবনের। প্রায় আট ঘণ্টা পর সিআইএসএফের জওয়ানরা তাকে উদ্ধার করে। অন্যদিকে এদিনের এই ঘটনায় কারখানার নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই।

জানা গিয়েছে গতকাল রাত দুটো নাগাদ ডিএসপি কারখানার সি এইচ আর ডি (প্লান্ট ট্রেনিং ইনস্টিটিউট) সংলগ্ন একটি স্টোরে চুরি করতে ঢোকে ওই দুষ্কৃতী। কিন্তু কোনও ভাবে তার মাথা স্টোরের লোহার দরজায় আটকে যায়। বহু চেষ্টা করেও নিজকে মুক্ত করতে না পেরে অবশেষে উদ্ধারের জন্য চিৎকার করতে থাকে সে। যদিও সে চিৎকার কোনও নিরাপত্তা রক্ষীর কানে পৌঁছয়নি। এমনকি ওই স্টোর সংলগ্ন এলাকাতেই রয়েছে সিআইএসএফ জাওয়ানদের আবাসন। তাদের নজরেও বিষয়টি আসেনি। রাত দুটো থেকে সকাল দশটা পর্যন্ত প্রায় আট ঘণ্টা ওই অবস্থাতেই আটকে ছিল ওই দুষ্কৃতী। অবশেষে সকাল দশটা নাগাদ সিআইএসএফ জওয়ানদের নজরে বিষয়টি আসে এবং তারা ওই চোর বাবাজীবনকে উদ্ধার করে প্লান্ট মেডিকেলে নিয়ে যায় চিকিৎসার জন্য।

সিআইএসএফ সূত্রে জানা গেছে ওই দুষ্কৃতীর নাম আলতাব আলি। দুর্গাপুরের মেন গেটের রাজানগর এলাকার বাসিন্দা। আবতাবের বাবা নৌশাদ আলি ইস্পাত কারানায় ঠিকা শ্রমিকের কাজ করতেন।

অন্যদিকে এদিনের ঘটনায় কারখানার নিরাপত্তার বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন কর্মীদের একাংশ। তাদের প্রশ্ন তাহলে কারখানার নিরাপত্তা কি কেবলমাত্র কর্মীদের কারখানা থেকে বেরোনোর সময় কর্মীদের তল্লাশিতে সীমাবদ্ধ?

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments