নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- এবার দুর্গাপুর ইস্পাত কারখানায় তৃণমূল শ্রমিক সংগঠনের বেশ কয়েকজন কর্মীকে মারধরের অভিযোগ উঠল সদ্য বহিষ্কৃত শ্রমিক নেতা শেখ সায়াউদ্দিন,শেখ আতাহার,আজিম উদ্দিন, শেখ রাজু বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে কারখানা চত্বরে এদিন ব্যাপক উত্তেজনা ছড়ায়।
এদিনের ঘটনায় অন্যতম প্রহৃত শেখ কিতাব উদ্দিন দুর্গাপুর ইস্পাত কারখানার আরএইচএমপি বিভাগের অস্থায়ী কর্মী। অভিযোগ এদিন সকালে কারখানায় যোগ দিতে যাওয়ার সময় শেখ কিতাব উদ্দিন সহ আরও কয়েকজন তৃণমূল শ্রমিক সংগঠেনর কর্মীকে মারধর করা হয়। ঘটনায় শেখ কিতাব উদ্দিন গুরুতর জখম হলে তাকে ইস্পাত হাসপাতালের সার্জিক্যাল বিভাগে ভর্তি করা হয়। ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে যান তৃণমূল শ্রমিক নেতা দীম্পকর লাহা, প্রভাত চ্যাটার্জি সহ অন্যান্যরা৷
অন্যদিকে এদিনের ঘটনায় দুর্গাপুর ইস্পাত কারখানায় তৃণমূল শ্রমিক সংগঠনের অন্দরে গোষ্ঠীদ্বন্দ্বের বিষয়টি প্রকাশ্যে চলে আসে।