নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– বৃহস্পতিবার বিকেলে দুর্গাপুর ইস্পাত কারখানার মূল প্রবেশদ্বারের সামনে আয়োজিত সভায় উপস্থিত হয়ে নাম না করে বহিষ্কৃত ঠিকা শ্রমিক নেতাদের তুলোধোনা করলেন তৃণমূল শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত দিন কয়েক আগেই সাংবাদিক সম্মেলন করে দুর্নীতি ও দাদাগিরির অভিযোগে ডিএসপির সাত শ্রমিক নেতাকে বহিষ্কারের কথা ঘোষণা করেছিলেন তৃণমূল শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি। এইদিনের সভায় বহিষ্কৃত নেতাদের প্রসঙ্গত টেনে ঋতব্রত বলেন, তৃণমূল শ্রমিক সংগঠনের নাম ব্যবহার করে কত কোটি টাকার জমি কিনেছেন তার নথি আমাদের কাছে রয়েছে? অভিযোগ দায়ের করা হয়েছে রাজ্যে ভিজিলেন্সে। এমনকি ওই নেতারা দুর্গাপুর ইস্পাত কারখানার তৃণমূল শ্রমিক সংগঠনে চারা মাছ হয়ে ঢুকে ক্রমে হাঙ্গরে পরিণত হয়েছে এবং সেই হাঙ্গর দের বিচ্ছিন্ন করার লড়াই চলছে বলে এদিন মন্তব্য করেন ঋতব্রত। পাশাপাশি তিনি জানান শ্রমিকদের যেকোন সমস্যায় পাশে থাকবে সংগঠন। কারখানায় কেউ প্রভাব খাটালে তৃণমূল শ্রমিক সংগঠনের নেতৃত্বদের জানানোর কথা জানানো হয়। অভিযোগ জানানোর ২৪ ঘন্টার মধ্যে ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি।
এদিনের সভায় তৃণমূল শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ছাড়াও উপস্থিত হয়েছিলেন পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার, তৃণমূল শ্রমিক সংগঠনের জেলা সভাপতি অভিজিৎ ঘটক, পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী সহ দলের একাধিক নেতৃত্বরা।