eaibanglai
Homeএই বাংলায়ডিএসপি কারখানায় দুর্ঘটনায় মৃত শ্রমিকদের পরিবারদের চাকরির ব্যবস্থা

ডিএসপি কারখানায় দুর্ঘটনায় মৃত শ্রমিকদের পরিবারদের চাকরির ব্যবস্থা

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের উদ্যোগে দুর্গাপুর ইস্পাত কারখানায় দুর্ঘটনায় মৃত শ্রমিকদের পরিবারের সদস্যদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেওয়া হল বৃহস্পতিবার। এদিন এক বিশেষ অনুষ্ঠানে মৃত গোপী রামের ও প্রশান্ত ঘোষের স্ত্রী রুবি দেবী রাম ও আশালতা ঘোষের হাতে ডিএসপিতে স্থায়ী চাকরির নিয়োগপত্র তুলে দেন ইস্পাত কারখানার তৃণমূল ঠিকা শ্রমিক ইউনিয়নের নেতা প্রভাত চট্টোপাধ্যায় এবং দীপঙ্কর লাহা। আরও এক মৃত ঠিকা শ্রমিক পল্টু বাউড়ি স্ত্রী ছেলে মেয়ে না থাকায় এখনই তার পরিবারের কাউকে চাকরি দেওয়া সম্ভব হয়নি বলে জানা গেছে। যদিও তার এক দাদাকে চাকরি দেওয়ার ব্য়বস্থা করা হচ্ছে বলে এদিন জানান তৃণমূল শ্রমিক নেতা প্রভাত চট্টোপাধ্যায়। অন্যদিকে ওই দুর্ঘটনায় গুরুতর জখম হন প্রশান্ত ব্যানার্জি বলে আরও এক ঠিকা শ্রমিক। দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর বর্তমানে তিনি সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। কিন্তু দুর্ঘটনায় তার হাত ও পা বিকল হয়ে গিয়েছে। তার পরিবারের কোনও সদস্যকেও যাতে চাকরি দেওয়া যায় তার জন্য ইস্পাত কারখানার কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে বলেও জানান প্রভাতবাবু।

প্রসঙ্গত গত বছর ২০ শে নভেম্বর দুর্গাপুরের ইস্পাত কারখানার ব্লাস্ট ফার্নেস বিভাগে গলিত লোহা ভর্তি ল‍্যাডেল উল্টে মৃত্যু হয় গোপী রাম, প্রশান্ত ঘোষ এবং পল্টু বাউড়ি নামের তিন ঠিকা শ্রমিকের। ও গুরুতর জখম হন আরও এক ঠিকা শ্রমিক প্রশান্ত ব্যানার্জি। ওই দুর্ঘটনার পরই মৃতের পরিবারের সদস্যরা যাতে চাকরি পায় তার জন্য তৎপরতা শুরু করে দেয় ইস্পাত কারখানার তৃণমূল শ্রমিক ইউনিয়নের নেতারা। এবং কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে চাকরির বিষয়টি নিশ্চিৎ করেন।

অন্যদিকে ইস্পাত কারখানায় স্থায়ী চাকরির নিয়োগপত্র পেয়ে এদিন তৃণমূল শ্রমিক সংগঠেনর নেতৃত্বের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন মৃত দুই ঠিকা শ্রমিকেরা স্ত্রী।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments