eaibanglai
Homeএই বাংলায়ফের দুর্গাপুজোর কার্নিভাল দুর্গাপুরে

ফের দুর্গাপুজোর কার্নিভাল দুর্গাপুরে

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– গত বছরের ন্যায় এই বছরও পশ্চিম বর্ধমান জেলা প্রশাসনের উদ্যোগে দুর্গাপুজো কার্নিভাল অনুষ্ঠিত হতে চলেছে দুর্গাপুরে। আগামী ২৭ অক্টোবর কলকাতায় হবে পুজো কার্নিভাল। তার আগে ২৬ অক্টোবর জেলায়-জেলায় জেলা ভিত্তিক পুজোর কার্নিভালগুলি অনুষ্ঠিত হবে। নবান্ন থেকে তেমনই নির্দেশ দেওয়া হয়েছে। আর তার জন্য প্রশাসনিক স্তরে প্রস্তুতি শুরু করে দিয়েছে জেলাগুলি। দুর্গাপুর কার্নিভালেরও প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে জোর কদমে। গতবারের মতো এবারও মূল অনুষ্ঠানটি হবে দুর্গাপুর মহিলা মহাবিদ্যালয়ের সামনে।

প্রসঙ্গত মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর বাংলার দুর্গাপুজোকে বিশ্বের দরবারে পৌঁছে দিতে শহর কলকাতায় দুর্গাপুজোর কার্নিভাল শুরু করেন। তারপর থেকে প্রতি বছর জাঁকজমক করে দুর্গাপুজোর কার্নিভাল আয়োজিত হয় কলকাতা শহরে। যেখানে শহর ও শহরতলির সব বড়বড় পুজো কমিটিগুলি অংশগ্রহন করে। সব বড় পুজোর ট্যাবলো এসে মিলিত হয় এই কার্নিভালে যা দেখতে ভিড় জমান শহরের প্রচুর মানুষ। এরই মধ্যে গত বছর বাংলার দুর্গাপুজো ইউনেস্কোর হেরিটেজের তকমা পাওয়ায় পর শহর কলকাতার আদলে জেলায় জেলায় দুর্গাপুজোর কার্নিভাল করার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের উত্তর থেকে দক্ষিণ, মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো বিভিন্ন জেলায় মহা সমারোহে দুর্গাপুজোর কার্নিভাল অনুষ্ঠিত হয়। পশ্চিম বর্ধমান জেলার পুজোর কার্নিভালটি অনুষ্ঠিত হয় শিল্প শহর দুর্গাপুরে। এই বছর ফের সেই কার্নিভাল অনুষ্ঠিত হতে চলেছে শিল্প শহরে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments