নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– এবারের পুজোয় রীতিমতো থিমের জোয়ারে ভাসছে দুর্গাপুর ইস্পাত নগরী। কোথাও মায়াপুরের ইস্কন তো কোথাও যোধপুর প্যালেস। আবার কোথাও ইন্দোনেশিয়ার বিষ্ণুমন্দির, চীনের বৌদ্ধ মন্দির এমনকি দিল্লির অক্ষরধাম মন্দির, তামিলনাড়ুর রামানাথ স্বামী মন্দির। থিমের এই জোয়ার থেকে বাদ পড়েনি রোমের ভ্যাটিকান সিটি। আবার কোথাও থিম আধ্যাত্বিক জগতের সঙ্গে বিজ্ঞানের মেলবন্ধন । কোথাও ১০ লাখ আবার কোথাও ২০ লাখ টাকা ব্যয় করে তৈরি হয়েছে এইসব থিম ও প্যাণ্ডেল।
পশ্চিম বর্ধমানের বিগ বাজেটের পুজো মণ্ডপ গুলির মধ্যে অন্যতম অগ্রণী সাংস্কৃতিক পরিষদ, মার্কনী দক্ষিণ পল্লী সর্বজনীন দুর্গাপূজা কমিটি, নবারুণ ক্লাব, গোপালমাঠ যুব মহল, ফুলঝোর সর্বজনীন দুর্গাপুজো কমিটি, ক্লাব স্যান্টোস। থিমের চমকে এবার পুজোয় এই পুজো কমিটিগুলোর কেউই যেন পিছিয়ে নেই। একে অপরকে টক্কর দিয়ে দর্শনার্থীদের কাছে নতুন কিছু পৌঁছে দিতে চাইছেন সকলেই।
দেশ বিদেশ জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা নানা মন্দির স্থাপত্য দেখতে আর কোথাও যেতে হবে না, শিল্পাঞ্চলের পুজের প্যাণ্ডেল হপিং করেই দেখা পাওয়া যাবে বিখ্যাত সব স্থাপত্যের। তাই তৃতীয়ার সন্ধ্যা থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন প্রান্তের মানুষের সমাগম হচ্ছে শিল্পাঞ্চলের পূজা মণ্ডপগুলিতে। রাজ্যের ও ভিন রাজ্যের দক্ষ শিল্পীদের হাতের ছোঁয়াতেই শিল্পাঞ্চল যেন হয়ে উঠেছে একটি দর্শনীয় স্থান।