নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুরঃ– কোনও মিটিং, মিছিল, বিক্ষোভ নয়, কেন্দ্র ও রাজ্য সরকারের গণবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে অভিনব প্রতিবাদ কর্মসূচি ডিআইএফআই-এর সাংগঠনিক দুর্গাপুর (পূর্ব) তিন নম্বর অঞ্চল কমিটির। স্থানীয় ডিআইএফআই নেতৃত্ব জানায় কেন্দ্র ও রাজ্য সরকারের গণবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ও ‘এলাকায় সকলের জন্য কাজ ও সকলের জন্য শিক্ষা ‘ এই বার্তা তুলে ধরতে অঙ্কন প্রতিযোগিতার কর্মসূচি নেওয়া হয়েছে। জানুয়ারি মাসের ৫ তারিখ থেকে শুরু হয়েছে এই কর্মসূচি। সেই কর্মসূচিরই অঙ্গ হিসেবে রবিবার এমএমসি টাউনশিপে একটি মেগা অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
স্থানীয় ডিআইএফআই নেতৃত্ব জানায় দুর্গাপুর (পূর্ব) তিন নম্বর অঞ্চলের অন্তর্গত বিভিন্ন এলাকায় এখন পর্যন্ত মোট ১৫ টি অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। যেখানে প্রায় ৭০০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেছে। তাঁদের মধ্যে সেরা ১৪০ জনকে বাছাই করা হয়। রবিবার তাঁদের নিয়েই শেষ পর্যায়ের মেগা অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এই কর্মসূচি উপস্থিত ছিলেন ডিআইএফআই এর তিন নম্বর অঞ্চল কমিটির সভাপতি সুশান্ত কুমার কুণ্ডু সহ নেতাকর্মী । এছড়াও এই কর্মসূচির অংশ হিসেবে ৫টি বিনামূল্যে স্বাস্থ্য শিবিরেরও আয়োজন করা হয়েছিল বলে জানায় দুর্গাপুরের এই বাম যুব সংগঠন।