নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুরঃ- শনিবার দুপুরে দক্ষিণবঙ্গের একাধিক জেলার পাশাপাশি পশ্চিম বর্ধমানেও শুরু হয় ঝড় বৃষ্টি। এর আগে দীর্ঘ প্রায় এক সপ্তাহ ধরে জেলা জুড়ে তৈরি হয়েছিল তাপপ্রবাহের পরিস্থিতি। ফলে এদিনের বৃষ্টি কিছুটা হলেও স্বস্তি এনে দেয় জেলাবাসীকে। জেলার অন্যান্য জায়গার পাশাপাশি দুর্গাপুর শিল্পশহরেও এদিন দুপুর থেকে শুরু হয় ঝড়বৃষ্টি। যার জেরে শহরের বিভিন্ন রাস্তায় বড় বড় গাছ ভেঙে পড়ে। পাশাপাশি অঙ্গদপুর শিল্প তালুক যাওয়ার রাস্তায় ভেঙে পড়ে একটি বিদ্যুৎবাহী তারের খুঁটি। খুঁটিটি ভেঙে পড়ে একটি ডাম্পারের ওপর। যদিও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে থাকায় প্রাণহানির ঘটনা ঘটেনি। যদিও ডাম্পারের উপর বিদ্যুতের খুঁটি উপরে পড়ায় দীর্ঘক্ষণ সেখানে দাঁড়িয়ে থাকে মাল বোঝাই গাড়িটি। ব্যাহত হয় যান চলাচল। পরে বিদ্যুৎ দপ্তরের কর্মীরা গিয়ে তার সরিয়ে পরিস্থিতি সামাল দেয়।