নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে দুর্গাপুরের বেনাচিতি এলাকা থেকে গ্রেফতার করা হল এক ভুয়ো সেনা জওয়ানকে। জানা গেছে প্রায় মাস দুয়েক ধরে সেনার কমাণ্ডো জওয়ানের পরিচয় দিয়ে বেনাচিতির সুভাষপল্লী এলাকায় ঘর ভাড়া নিয়ে থাকছিলেন ওই ব্যক্তি। ধৃতের কাছ থেকে সেনার বহু সরঞ্জামও ছাড়াও উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র।
এ প্রসঙ্গে আসানসোল দুর্গাপুর পুলিশের এসিপি (দুর্গাপুর) তথাগত পাণ্ডে জানান, “পুলিশ কমিশনারের নির্দেশ মতো শহরের বাইরে থেকে এসে এলাকায় বসবাসকারীদের বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে। সেই তথ্য সংগ্রহ করতে গিয়েই ভুয়ো সেনা জওয়ানের খোঁজ মেলে।”
বিষয়টি নিয়ে সন্দেহ হওয়ায় শনিবার রাতে বেনাচিতির সুভাষপল্লী এলাকায় অভিযান চালিয়ে ওই ভুয়ো জওয়ানকে ধরে ফেলে দুর্গাপুর থানার পুলিশ। তার কাছ থেকে উদ্ধার করা হয়-সেনার ভুয়ো পরিচয়পত্র, সেনার পোশাক ও কমান্ডো ব্যাচ। এছাড়াও দু’টি এয়ার গান ও সেনাবাহিনী লেখা একটি বাইকও বাজেয়াপ্ত করে দুর্গাপুর থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে ধৃত ব্যক্তির নাম হায়দার বেগলু। সে ছত্তিশগড়ের রাইপুরের বাসিন্দা। ধৃতের দাবি সে বেঙ্গালুরুর একটি নিরাপত্তা সংস্থায় কাজ করেন। কিন্তু গত কয়েক মাস ধরে দুর্গাপুরে বাড়ি ভাড়া নিয়ে কেন থাকছিলেন সে বিষয়ে কোনও সদুত্তর দিতে পারেননি ওই ব্যক্তি। রবিবার তাকে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হলে সাতদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক।
কী কারণে সেনা পরিচয় দিয়ে দুর্গাপুরে বসবাস করছিল ওই ব্যক্তি? কোনও অপরাধমূলক কাজ বা চক্রের সঙ্গে কি যুক্ত রয়েছেন ওই ব্যক্তি? আপাতত ধৃতকে হেফাজতে নিয়ে সেসব প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ।