নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুরঃ- আরপিএফ আধিকারিকের পরিচয় দিয়ে তোলাবাজির অভিযোগে এক বহিষ্কৃত আরপিএফ কর্মী ও তার গাড়ির চালককে গ্রেফতার করল দুর্গাপুরের কাঁকসা থানার পুলিশ। ধৃতরা হলেন পুরুলিয়ার বাসিন্দা উৎপল চট্টোপাধ্যায় ও তার গাড়ির চালক সুখলাল বাউড়ি।
অভিযোগ নিজেকে আরপিএফ আধিকারিকের পরিচয় দিয়ে পুরুলিয়া নিবাসী উৎপল চট্টোপাধ্যায়ে দুর্গাপুরের বাঁশকোপা এলাকায় একাধিক ধাবা ও দোকান থেকে তোলা তুলত। জানা গেছে প্রতি মাসে পুলিশ ও ভারত সরকারের স্টিকার লাগানো একটি গাড়িতে করে দোকানে দোকানে হানা দিত সে এবং এক হাজার, দু হাজার যখন যেমন পারত তোলা তুলতো। শনিবার রাতে বাঁশকোপায় ১৯ নম্বর জাতীয় সড়কের ধারে একটি ধাবায় উৎপল তার স্টিকার লাগানো গাড়ি নিয়ে পৌঁছয় এবং ধাবা মালিকের কাছে পাঁচ হাজার টাকা দাবী করে। সঙ্গে সঙ্গে কাঁকসা থানায় খবর দেওয়া হলে পুলিশ গিয়ে উৎপল ও তার গাড়ির চালককে হাতেনাতে ধরে ফেলে। রবিবার ধৃতদের দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হলে তিন দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক। ধৃতদের হেফাজতে নিয়ে তদন্তের গতি আনতে চাইছে পুলিশ।