নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুরঃ- দুর্গাপুর শিল্পাঞ্চলের ডি পি এল সংলগ্ন শিল্পতালুকে এদিন এক ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে একটি ইস্পাত তৈরীর কারখানায়। সূত্র মারফত জানা গেছে কারখানার ভেতরে থাকা তেলের ট্যাংকরে ভয়াবহ অগ্নিকান্ড ঘটে। দুর্গাপুরের মঙ্গলচন্ডী রোড সংলগ্ন ওই কারখানার ভেতর আজ সন্ধ্যা নাগাদ এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। স্থানীয়রা প্রথম কালো ধোয়া বেরোতে দেখে পুলিশে খবর দেঅই। এরপর আগুনের লেলিহান শিখা গ্রাস করে ফেলে ভেতরে থাকা আরো বেশ কয়েকটি জায়গাকে। খবর পেয়ে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে ছুটে আসে। এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দমকল আধিকারিক জানান, “ভিতরে বেশ কয়েকটি ট্যাঙ্কার রয়েছে যার মধ্যে রয়েছে কারখানায় ব্যবহারযোগ্য তেল। সেই তেল থেকে কোন ভাবে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে । প্রায় ঘন্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে । যদিও হতাহতের কোন খবর নেই । কিভাবে এই অগ্নিকাণ্ড ঘটল তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ ও দমকল বিভাগ ।