নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– দুর্গাপুর শিল্পশহরের মতো এত বড় শহরে কোনও ঘটনার তদন্তের জন্য কলকাতা থেকে ছুটে আসতে হত ফরেন্সিক দলকে। আর কলকাতার উপর নির্ভর করে থাকতে হবে না পশ্চিম বর্ধমান সহ রাঢ় বঙ্গের পাঁচ জেলাকে। এবার থেকে বাইরে থেকে আসতে হবে না কোনও ফরেন্সিক টিমকে। কারণ দুর্গাপুরে উদ্বোধন হল রিজিওনাল ফরেন্সিক ল্যাবরেটরির। বৃহস্পতিবার দুর্গাপুরের জেমুয়া পঞ্চায়েতের শঙ্করপুরে এই ফরেন্সিক ল্যাবরেটরির ভার্চুয়ালি উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এতদিন স্রেফ ফরেন্সিক তদন্তে নমুনা সংগ্রহ করতেই বেশ কিছুদিন অপেক্ষা করতে হতো দক্ষিণবঙ্গের দুই বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূমের পুলিশকে। এদিন ফরেনসিক দপ্তরের ডিজি সঞ্জয় মুখার্জি জানান, যতদিনে কলকাতা থেকে ফরেন্সিক দল এই জেলাগুলিতে পৌঁছে নমুনা সংগ্রহ করত, ততদিনে বেশ কিছু গুরুত্বপূর্ণ নমুনা নষ্টও হয়ে যেত। দুর্গাপুরে রিজিওনাল ফরেন্সিক ল্যাবরেটরি হয়ে যাওয়ায় এইবার এই সমস্যার সমাধান হবে।
খুন, বোমা বিস্ফোরণ, অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটলে দুর্গাপুরের ফরেনসিক ল্যাবরেটরীর বিশেষজ্ঞরা দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় (পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া) পৌঁছে গিয়ে নমুনা সংগ্রহ করে সেই নমুনা দ্রুত দুর্গাপুরের ফরেন্সিক ল্যাবরেটরিতে পরীক্ষা করে পুলিশের হাতে তুলে দিতে পারবে। ফলে অপরাধ দমনেও আরও তৎপর হতে পারবে প্রশাসন। এমনকি এই রিজিওনাল ফরেনসিক ল্যাবের ফলে পুলিশের পাশাপাশি উপকৃত হবে সিআইডি, সিবিআই–সহ অন্য তদন্তকারী সংস্থাগুলিও। নতুন ল্যাবে তাঁরাও নমুনা পরীক্ষা করতে পারবেন। অপরাধের কিনারা করতে এই ল্যাবরেটরি সদর্থক ভূমিকা নেবে বলে আশাবাদী প্রশাসনিক মহল। সবমিলিয়ে গোটা রাজ্যের অপরাধ দমনে মাইলফলক হতে চলেছে দুর্গাপুরের আঞ্চলিক ফরেন্সিক ল্যাবরেটরি।