eaibanglai
Homeএই বাংলায়আগুনের হাত থেকে বনকে বাঁচাতে সচেতনতা অভিযান

আগুনের হাত থেকে বনকে বাঁচাতে সচেতনতা অভিযান

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– শীতের শুষ্ক সময়ে বিশেষ করে জঙ্গলে আগুন লাগার ঘটনা নতুন কিছু নয়। আগুন লেগে জঙ্গলের গাছ থেকে বন্যপ্রাণী ক্ষতিগ্রস্ততো হয়ই। সর্বপোরি পুরো জঙ্গলের ইকোসিস্টেম বিপদের মুখে পড়ে। বেশীরভাগ সময়েই মানুষের লাগানো আগুন থেকেই জঙ্গলে আগুন লাগে। তাই জঙ্গলকে দাবানলের হাত থেকে বাঁচাতে সচেতনতা শুরু করেছে দুর্গাপুর বন বিভাগ। সোমবার কাঁকসার অজয় পল্লী কাজলাডিহি সংলগ্ন একাধিক ইটভাটায় সচেতনতা চালায় দুর্গাপুর বন বিভাগের আধিকারিকরা। তাঁদের সহযোগীতা করেন কাঁকসার মলানদিঘী ফাঁড়ির পুলিশ।

এদিন ইটভাটার শ্রমিক ও সংলগ্ন গ্রামের বাসিন্দাদের জঙ্গলে যাতে কোনওভাবে আগুন লাগানে না হয় সে বিষয়ে সচেতন করা হয়। এমনকি কেউ এই কাজে অভিযুক্ত হলে তার বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দেন বন বিভাগের আধিকারিকরা। পাশাপাশি ইটভাটায় কর্মরত শ্রমিকদের শিশুদের শিক্ষার বিষয়টি নিয়েও তৎপরতা দেখান বন বিভাগ ও পুলিশ আধিকারিকরা। যেসব শিশুরা এখনো শিক্ষার আলো থেকে বঞ্চিত তাদের নিকটবর্তী সরকারি শিশু শিক্ষা কেন্দ্রের ভর্তি করার কথা জানানো হয়। প্রয়োজনে আর্থিক দিক দিয়ে পাশে থাকার আশ্বাসও দেন প্রশাসনিক আধিকারিকরা।

এদিনের এই সচেতনতা অভিযানে উপস্থিত ছিলেন গোপালপুর বিট অফিসের আধিকারিক কিশলয় মুখোপাধ্যায় সহ কাঁকসা থানার মলানদিঘী ফাঁড়ির পুলিশ আধিকারিকরা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments