নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুরঃ– দুর্গাপুরের গোপালমাঠ উচ্চ বিদ্যালয়ে হয়ে গেল ‘হাতে-কলমে ভূগোল’ শীর্ষক ভূগোল বিষয়ক এক অন্যন্য সেমিনার ও প্রদর্শনী। যেখানে বিদ্যালয়ের ছাত্ররাই অংশগ্রহন করেছিল ও পরিবেশ বিষয়ক নানা সমস্যা ও তার সমাধান এমনকি চন্দ্রাভিযান-৩ ও আদিত্য এল-১ নিয়ে মডেল তৈরি করে সকলকে রীতিমতো তাক লাগিয়ে দেয়। এদিনের এই বিশেষ অনুষ্ঠানের সূচনা করেন দুর্গাপুর পৌরনিগমের প্রাক্তন মেয়র পারিষদ তথা গোপালমাঠ উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন ছাত্র প্রভাত চ্যাটার্জী ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক ধূর্যটি প্রসাদ সাহা।
বিদ্যালয়ের নবম ও দশম শেণির প্রায় ২০ জন ছাত্র চারটি দলে ভাগ হয়ে এদিনের প্রদর্শনীতে অংশ নেয় । ছাত্রদের চারটি দলের নাম দেওয়া হয় রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও রাজা রামমোহন রায়। চারটি দল মোট ১২ টি মডেল প্রদর্শনীতে তুলে ধরে। এইসব মডেলগুলির মধ্যে ছিল প্রস্তর চাই খণ্ডিকরণ থেকে হিমালয়ের উৎপত্তি, চন্দ্রযান থেকে সূর্যযান, গ্লোবাল ওয়ার্মিং থেকে স্তূপ পর্বত প্রভৃতি। এছাড়াও স্কুলের পুরো ভবনটি মডেল আকারে তুলে ধরে ছাত্ররা। প্রদর্শনীতে প্রথম স্থান পায় রাজা রামমোহন রায় দল। তাদের মডেল ছিল গ্লোবাল ওয়ার্মিং ও স্তূপ পর্বত। দ্বিতীয় স্থান পায় স্বামী বিবেকানন্দ দল। তাদের তৈরি মডেলগুলি ছিল চন্দ্রযান ৩, আদিত্য এল ১, প্রস্তর চাই খণ্ডিকরণ ও স্কুল ভবন।
মূলত গোপালমাঠ উচ্চ বিদ্যালয়ের ভূগোল বিভাগের শিক্ষক সুমন প্রামানিক ও প্রধান শিক্ষক ধূর্যটি প্রসাদ সাহার উদ্যোগেই ছাত্ররা এই সেমিনার ও প্রদর্শনীর আয়োজন করেছিল। এদিন বিদ্যালয়ের ভূগোল শিক্ষক সুমন প্রনানিক বলেন, “এই ধরনের উদ্যোগের উদ্দেশ্য হল, নতুন প্রজন্মকে ভূগোল বিষয়ে আগ্রহী করে তোলা। শুধু বইয়ের পাতায় পড়লে ছাত্রদের অনেক কিছু মনে থাকে না, তাই তাদের হাতে-কলমে শিক্ষা দেওয়া।” এছাড়াও সুমনবাবু জানান এই ধরনের কর্মসূচিতে অংশ নিলে পড়ুয়াদের একদিকে যেমন সৃজনশীলতা বৃদ্ধি পায় তেমনি হাতে কলমে কাজ শেখারও সুযোগ পায় তারা।
প্রসঙ্গত পড়ুয়াদের মানসিক বিকাশের জন্য সারা বছর ধরেই বিদ্যালয়ে এই ধরণের গঠনমূলক নানা অনুষ্ঠান ও কর্মসূচির আয়োজন করা হয়ে থাকে বলে জানান প্রধান শিক্ষক ধূর্যটি প্রসাদ সাহা।