eaibanglai
Homeএই বাংলায়হিন্দুস্থান স্টীল এমপ্লয়ীজ ইউনিয়নের মহৎ উদ্যোগ

হিন্দুস্থান স্টীল এমপ্লয়ীজ ইউনিয়নের মহৎ উদ্যোগ

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– বর্তমান সময়ে রাজ্যের শিক্ষা ব্যবস্থা বিশেষত শিশু শিক্ষা ও আদিবাসী সমাজের মধ্যে শিক্ষার অবহেলার কথা মাথায় রেখে বিশেষ উদ্যোগ নিয়েছে হিন্দুস্থান স্টীল এমপ্লয়ীজ ইউনিয়ন। প্রাতিষ্ঠানিক শিক্ষার অধিকারকে বিজ্ঞান ভিত্তিক উপায়ে কোনো টালবাহানা ছাড়াই সুনিশ্চিত করতে ও বঞ্চিত শিশুদের পাশে থাকতে এই সংগঠন দুর্গাপুর ইস্পাত ওয়েলফেয়ার ট্রাস্ট খাটগড়িয়া আদিবাসী কমিটিকে সাথে নিয়ে খাটগড়িয়া গ্রামে গড়ে তুলেছে বিদ‍্যাসাগর শিক্ষা সহায়তা কেন্দ্র। এই কেন্দ্রে প্রতিদিন সন্ধ‍্যায় এলাকার ষষ্ঠ থেকে দশম শ্রেণীর ছাত্র ছাত্রীদের সমস্ত পাঠ‍্য বিষয়ের উপর দক্ষ শিক্ষকরা ক্লাস নিচ্ছেন ও তাদের দুর্বল জায়গাগুলি বুঝে নিয়ে উপযুক্ত ব‍্যাবস্থা নেওয়ার পাশাপাশি পড়াশোনায় উৎসাহিত করছেন। এর সাথেই তাদের মধ‍্যে অন‍্যান‍্য প্রতিভারও সন্ধান করছেন। এরই মধ্যে এই সমস্ত ছাত্রছাত্রীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি তাদের অভিভাবক সহ বছরের প্রথম দিনে খাটগড়িয়া গ্রামে আয়োজন করা হয়েছিল বাৎসরিক ক্রীড়া উৎসব। এদিনের এই ক্রীড়া উৎসবে মোট ১৫টি ইভেন্টে ১৮০জন প্রতিযোগী অংশ গ্রহণ করেন।

ক্রীয়া উৎসব শুরু হয় জাতীয় পতাকা উত্তোলন ও মণীষিদের প্রতিকৃতিতে মাল্যদানের মধ্য দিয়ে। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয়রা তাঁদের ঐতিহ্যপূর্ণ আদিবাসী নাচ ও গান পরিবেশন করেন। পতাকা উত্তোলন করেন হিঙ্গলাল মাড্ডি। উপস্থিত ছিলেন ইস্পাত ওয়েলফেয়ার ট্রাস্টের সম্পাদক সীমান্ত চ্যাটার্জ্জী ও সভাপতি বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়। এছাড়াও উপস্থিত ছিলেন কালিপদ মুর্মু ,শ্যামলী মুর্মু, মলয় ভট্টাচার্য, ত্রিলোকেশ গোস্বামী ও অতীত দিনের বহু ক্রীড়া ব্যক্তিত্ব।

হিন্দুস্থান স্টীল এমপ্লয়ীজ ইউনিয়নের পরবর্তী লক্ষ্য বিদ‍্যাসাগর শিক্ষা সহায়তা কেন্দ্রের সমস্ত ছাত্রছাত্রীদের প্রতিযোগিতামূলক পরীক্ষার জন‍্য উপযোগী করে তুলতে তাদের জন্য প্রশিক্ষণের ব‍্যাবস্থা করা ও এলাকার বয়স্করদের মধ্যে নিরক্ষরতা দূর করা । আর এর জন্য সমস্ত সচেতন নাগরিককে পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে এই সংগঠন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments