নিজস্ব সংবাদদা, দুর্গাপুরঃ– হস্তশিল্পীদের উৎসাহ দিতে রাজ্য সরকারের উদ্যোগে দুর্গাপুরের দুর্গাপুর হাটে শুরু হল হস্তশিল্পের মেলা। এদিন মেলার উদ্বোধন করেন দুর্গাপুরের মহকুমা শাসক সৌরভ চট্টোপাধ্যায় এবং জেলা পরিষদের সভাপতি সুভদ্রা বাউরী। এই মেলায় দুর্গাপুর মহকুমার ১০৮ জন হস্তশিল্পী অংশ নিয়েছেন। হস্তশিল্পীদের তৈরি সামগ্রীতে সেজে উঠেছে মেলা। রয়েছে হাতে তৈরি ব্যাগ, জামাকাপড়, অলঙ্কার সহ ঘর সাজানোর সামগ্রী ও জুটের তৈরি আসবাব পত্র।
মেলার পাশাপাশি শুরু হয়েছে হস্তশিল্পের প্রতিযোগিতাও। এদিন মহকুমা শাসক সৌরভ চট্টোপাধ্যায় জানান,প্রতিযোগীতায় যারা প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকার করবেন তাদের তৈরি হস্তশিল্পের সম্ভার পৌঁছে যাবে কলকাতা সহ দেশের বিভিন্ন প্রান্তে। পাশাপাশি অনলাইনে এই হস্তশিল্পীদের তৈরি সম্ভার কীভাবে বিক্রি করা যায় সেই বিষয়টি নিয়ে তৎপরতা শুরু করেছে রাজ্য, এমনটাই দাবি করেন তিনি।
মেলায় অংশগ্রহণকারী হস্তশিল্পীরা জানান রাজ্যের বিভিন্ন প্রান্তে এই ধরনের মেলা হয়ে থাকে। সেই সব মেলায় ঘুরে ঘুরে বিভিন্ন সামগ্রী বিক্রি করে তাঁরা এখন লাভের মুখ দেখছেন। মুখ্যমন্ত্রীর দেখানো পথেই তাঁরা এখন স্বনির্ভর বলেও দাবি করেন শিল্পীরা। অন্যদিকে এই মেলাকে ঘিরে ইতিমধ্যেই দুর্গাপুরবাসীর মধ্যে প্রবল উৎসাহ লক্ষ্য করা গেছে।