eaibanglai
Homeএই বাংলায়অ্যানিমিয়া মুক্ত ভারত গড়তে হেল্থ ওয়ার্ল্ডের বিশেষ উদ্যোগ

অ্যানিমিয়া মুক্ত ভারত গড়তে হেল্থ ওয়ার্ল্ডের বিশেষ উদ্যোগ

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- দেশের স্বাধীনতার ৭৫ বছর পূর্ণ উপলক্ষে সারা বছর ধরেই দেশ জুড়ে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে পালিত হচ্ছে ‘আজাদি কা অমৃত মহোৎসব’। আর এই কর্মসচির অনুসঙ্গ হিসাবে দেশজুড়ে ‘অ্যানিমিয়া মুক্ত ভারত’এর ডাক দেওয়া হয়েছে।

প্রসঙ্গত ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে (NFHS-5, 2019-21) এর পঞ্চম পর্বের রিপোর্ট অনুসারে আগের তুলনায় বর্তমানে অনেক বেশি ভারতীয় রক্তাল্পতায় আক্রান্ত। যাদের বেশীর ভাগই পাঁচ বছরের কম বয়সী শিশু(৬৭ শতাংশ), কিশোর কিশেরী এবং গর্ভবতী মহিলা।

‘অ্যানিমিয়া মুক্ত ভারত’ কর্মসূচিকে সফল করতে এগিয়ে আসছে বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্য সংক্রান্ত সংগঠনগুলি। এবার এই কর্মসূচিকে সফল করতে এগিয়ে এল দুর্গাপুরের বেসরকারি হাসপাতাল হেলথ ওয়ার্ল্ড। বুধবার হেলথ ওয়ার্ল্ডের বিধাননগর ক্লিনিকে এই উপলক্ষ্যে দুর্গাপুরের ইনার হুইল ক্লাব অফ গিভা (GIVA)-এর সহযোগিতায় ‘টিথ্রি টেস্ট ট্রিট টক’ শীর্ষক এক বিশেষ সেমিনারের আয়োজন করা হয়েছিল। যেখানে প্রধান বক্তা হিসাবে উপস্থিত হয়েছিলেন ডাঃ অরুণাংশু গাঙ্গুলী, ডঃ স্বদেশ রঞ্জন চ্যাটার্জীর মতো শহরের একাধিক বিশিষ্ট চিকিৎসক। যারা এদিন কীভাবে অ্যানিমিয়া মুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব সে বিষয়ে বিশদে জানান। এছাড়ও এদিনের সেমিনারে বিনামূল্যে শারীরিক পরীক্ষার ব্যবস্থা করা হয়েছিল । যেখানে প্রায় ৩০ জনের ইসিজি ও হিমোগ্লোবিন পরীক্ষা করা হয় এবং আয়রন ট্যাবলেট এবং খাবারও বিতরণ করা হয়।

বিশিষ্ট চিকিৎসকরা ছাড়াও এদিনের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানাগরিক অনিন্দিতা মুখার্জি, রবি দত্ত, অমিত আভা ব্যানার্জি, শিউলি মুখার্জি, ইনারহুইল সভাপতি সুকন্যা চ্যাটার্জি, অনামিকা ব্যানার্জি সহ শহরের প্রায় শতাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments