নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– দুর্গাপুরের বন্ধ রাষ্ট্রায়ত্ত সংস্থা হিন্দুস্তান ফার্টিলাইজার টাউনশিপের পরিত্যক্ত আবাসন থেকে হসপিটাল, হোস্টেল ভেঙে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। গত মাস থেকে শুরু হয়েছে এই প্রক্রিয়া। কিন্তু অভিযোগ বর্তমানে টাউনশিপে বসবাসকারী আবাসিকদের কোনও কিছু না জানিয়ে চলছে এই ভাঙার কাজ। যার জেরে রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে স্থানীয় আবাসিকদের মধ্যে। অবশেষে বুধবার টাউনশিপে কম্পানির প্রশাসনিক ভবনে বিক্ষোভ দেখান বর্তমান আবাসিকরা।
এদিন বিক্ষোভরত আবাসিক সঞ্জীব বরণ, বন্দনা চ্যাটার্জীরা জানান কারখানা বন্ধ হয়ে যাওয়ার পর রীতিমতো লিজ দিয়ে সব রকম নিয়মকানুন মেনে তারা টাউনশিপের আবাসনে বসবাস করছেন দীর্ঘ প্রায় ২০ বছর ধরে। অথচ তাদের কোনো কিছু না জানিয়েই টাউনশিপ ভাঙার কাজ শুরু হয়েছে। তবে কি ভবিষ্য়তে তাদের আবাসনগুলিও ভেঙে দেওয়া হবে ? প্রশ্ন তাদের। আবাসিকদের অধিকাংশই এখন ষাটোর্ধ। এই পরিস্থিতিতে তারা নিরাপত্তা নিয়ে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েছেন বলে জানান। অবিলম্বে কারখানার বর্তমান প্রশাসনিক আধিকারিকের কাছে পুরো বিষয়টি জানানোর দাবি জানান তারা। এদিকে আবাসিকদের বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যদিও টাউনশিপ ভাঙার নির্দেশ কে বা কারা দিল, কেনই বা দিল, টাউনশিপ ভেঙে সেখানে কি হবে, ইত্যাদি বিষয়ে কোনও সদুত্তর দিতে পারেননি কর্তব্যরত আধিকারিক। তিনি শুধু ঊর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশ বলে দায় সেরেছেন।