নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- দুর্গাপুরে এক যুবককে পিটিয়ে মারার অভিযোগ উঠল শহরের এক হোমের বিরূদ্ধে। শহরের প্রাণকেন্দ্র সিটিসেন্টারে অবস্থিত এক হোমের বিরুদ্ধে উঠেছে এই গুরুতর অভিযোগ। ঘটনাকে কেন্দ্র তোলপার শুরু হয়েছে শহরজুড়ে।
মৃত যুবকের নাম সুমিত দাস , বয়স ২৬। সে শহরের সুভাষপল্লী এলাকার বাসিন্দা ছিল। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে। গুরুতর অসুস্থ অবস্থায় শুক্রবার রাতে হোম কর্তৃপক্ষ ওই যুবককে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করে। সেখানেই মৃত্যু হয় তার। অভিযোগ আগে থেকে কোনো অসুস্থতার কথা জানায়নি হোম কর্তৃপক্ষ। পাশাপাশি মৃতের মামা এদিন জানান ওই হোমে আবাসিকদের ঠিকমত খাওয়া দাওয়া দেওয়া হতো না, এমনকি মারধর করা হতো। গত তিন মাস হোমের আবাসিক ওই যুবকের সঙ্গে পরিবারের লোকজকে দেখা করতে দেওয়া হয়নি বলেও অভিযোগ মৃতের পরিবারের।
অন্যদিকে শনিবার সকালে ওই যুবকের অস্বাভাবিক মৃত্যুর খবর জানাজানি হতেই ক্ষোভে ফেটে পড়েন সুভাষপল্লী এলাকার বাসিন্দারা। তাদের ও মৃতের পরিবারের সদস্যদের দাবি অতিরিক্ত মারধরের জেরেই মৃত্যু হয়েছে ওই যুবকের। এখন অসুস্থতার কারণ দেখিয়ে নিজেদের দোষ আড়াল করতে চাইছে হোম কর্তৃপক্ষ। উক্ত হোমের বিরূদ্ধে কড়া শাস্তির দাবি জানিয়েছেন সকলে। অন্যদিকে পুলিশে এদিন হোম পরিদর্শন করে ঘটনার তদন্ত শুরু করে।