নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- সময়মতো হচ্ছে না ময়নাতদন্ত, এমনকি ময়নাতদন্তের জন্য মোটা টাকা চাইছেন মর্গের কর্মীরা। এমনই অভিযোগে রবিবার দুর্গাপুর মহকুমা হাসপাতালের মর্গের প্রধান গেট বন্ধ করে বিক্ষোভ দেখালেন মৃতদের পরিজনেরা। ঘটনাকে কেন্দ্র করে ব্য়াপক উত্তেজনা তৈরি হয় মহকুমা হাসপাতাল চত্বরে।
জানা গেছে দুর্গাপুর মহকুমা হাসপাতালের মর্গে শনিবার চারটি মৃতদেহ ময়নতন্ত্রের জন্য পাঠানো হয়। অভিযোগ ওই দিন রাতের মধ্যেই মৃতদেহগুলি পরিবারের হাতে তুলে দেওয়ার কথা থাকলেও রবিবার দুপুর পেরিয়ে গেলেও মৃতের পরিবারের লোকেরা তাদের প্রিয়জনের দেহ হাতে পাননি। এরপরই তারা ক্ষোভে ফেটে পড়েন ও মর্গের মূল গেটবন্ধ করে বিক্ষোভ দেখাতে থাকেন। তাদের অভিযোগ ময়নাতদন্তের জন্য মহকুমা হাসপাতালের মর্গের কর্মীরা মোটা টাকা চাইছে। পাশাপাশি চিকিৎসক না আসায় মৃতদেহের ময়নাতদন্ত হয়নি। বিক্ষোভের জেরে ক্রমে উত্তেজনা ছড়ালে খবর পেয়ে ছুটে যায় নিউটাউনশিপ থানার পুলিশ। পরে পুলিশের মধ্যস্থতাতেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
অন্যদিকে বিষয়টি নিয়ে দুর্গাপুর মহকুমা হাসপাতালের মেডিক্যাল অফিসার জীবন কুমার মণ্ডল বলেন, “একটা সমস্যা দেখা দিয়েছিল কিন্তু তা মিটে গিয়েছে।” পাশাপাশি মর্গ কর্মীদের টাকা নেওয়ার যে অভিযোগ উঠেছে সেই বিষয়টিও খতিয়ে দেখা হবে বলে জানান তিনি।