eaibanglai
Homeএই বাংলায়দুর্গাপুরে অবৈধ কয়লা কারবার চক্রের হদিশ, ধৃত ৪

দুর্গাপুরে অবৈধ কয়লা কারবার চক্রের হদিশ, ধৃত ৪

নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুরঃ– দুর্গাপুরে অবৈধ কয়লা কারবার চক্রের হদিশ। অবৈধ কয়লা ডিপোয় অভিযান চালিয়ে কয়লা পাচার চক্রের চার জনকে গ্রেফতার করেছে দুর্গাপুর থানার পুলিশ। পাশাপাশি অবৈধ কয়লার ডিপো থেকে বাজেয়াপ্ত করা হয়েছে ১১ টন কয়লা।

পুলিশ সূত্রে জানা গেছে শনিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে পারুলিয়া এলাকায় অবৈধ কয়লার ডিপোতে হানা দেয় দুর্গাপুর থানার পুলিশ। এবং সেখান থেকে তানোইর মল্লিক, বাবলু হেমব্রম, শেখ আজাদ ও হোসেন খানকে হাতেনাতে ধরে ফেলে। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে সুদীপ টুডু ওরফে সুদীপ ঠাকুর নামক ব্যক্তির নেতৃত্বে চলছিল অবৈধ কয়লা কারবার। দুর্গাপুর ফরিদপুর ব্লক থেকে অবৈধভাবে ট্রাকে করে কয়লা নিয়ে এসে মজুদ করা হতো পারুলিয়া এলাকায়। তারপর সেখান থেকে রাতের অন্ধকারে দুর্গাপুরের বিভিন্ন প্রান্তে পাচার হতো এবং বিভিন্ন ইঁটভাটা এমনকি কারখানাতেও পৌঁছে যেত ওই অবৈধ কয়লা। ধৃতরা জানায় গত দু মাস ধরে তারা এই কারবারের সাথে যুক্ত। পাশাপাশি এই চক্রের সাথে দুর্গাপুরের বেশ কয়েকজন কয়লা মাফিয়ারও নাম সামনে আসছে বলেও সূত্র মাফিক জানা যাচ্ছে।

রবিবার ধৃতদের দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হলে দু’জনের তিন দিনের পুলিশ হেফাজত ও দু’জনের ১৪দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। ধৃত তানোইর মল্লিক ও বাবলু হেমব্রমকে হেফাজতে নিয়ে তদন্তে গতি আনারা পাশাপাশি অবৈধ কয়লা কারবারের মূল মাথার সন্ধানে পৌঁছাতে চাইছে দুর্গাপুর থানার পুলিশ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments