নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– এবার দুর্গাপুর শিল্পাঞ্চলে সরকারী জমিতে অবৈধ দখলদারী রুখে দিল শহরবাসী। শুধু তাই নয় দলমত নির্বিশেষে রীতিমতো পথে নেমে বেআইনি নির্মাণ ভাঙ্গল এলাকাবাসী । ঘটনা দুর্গাপুরের ২৪ নম্বর ওয়ার্ডের মামড়া বাজার সংলগ্ন এলাকার।
অভিযোগ মামড়া বাজার এলাকার একটি পুকুর সংলগ্ন এডিডিএ’র জমি অবৈধভাবে দখল করে নির্মাণ কার্য চালাচ্ছিল জনৈক বাপি সরকার নামে স্থানীয় এক ব্যাবসায়ী। জানা গেছে স্থানীয়দের অভিযোগ পেয়ে এর আগে একবার এডিডিএ’র (আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ) আধিকারিকেরা অভিযান চালিয়ে ওই অবৈধ নির্মাণ ভেঙেও দিয়েছিল। কিন্তু অভিযোগ তার পর ফের এডিডিএ’র জমির উপর অবৈধ নির্মাণ শুরু করেন ওই ব্যবসায়ী। বিষয়টি নজরে আসতে ওই অবৈধ নির্মাণের বিরুদ্ধে সরব হয়ে একজোট হতে শুরু করেন স্থানীয়রা। এবার আর এডিডিএ বা প্রশাসনের দ্বারস্থ না হয়ে নিজেরাই অবৈধ নির্মাণ রুখতে মাঠে নেমে পড়েন স্থানীয়রা। শুক্রবার সকালে স্থানীয়রা রাজনৈতিক দলমত নির্বিশেষে তৃণমূল ও বিজেপির উভয় দলের কর্মী সমর্থকরা একজোট হয়ে ওই অবৈধ নির্মাণ কাজে বাধা দেন। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। খবর পেয়ে এলাকায় পৌঁছয় নিউটাউনশিপ থানার বিশাল পুলিশ বাহিনী ওই অবৈধ নির্মাণকাজ বন্ধ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।অবিলম্বে ওই অবৈধ নির্মাণকাজ বন্ধ না হলে আগামী দিনে পথে নেমে আন্দোলনেরও হুমকি দেন স্থানীয়রা।