নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– মঙ্গলবার দুর্গাপুরের অ্যালয় স্টিল প্লান্টের জমি দখল করে অবৈধভাবে গড়ে ওঠা একটি পার্কিং জোন গুঁড়িয়ে দিল এএসপি কর্তৃপক্ষ। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের বিশাল পুলিশ বাহিনীকে সঙ্গে নিয়ে চলে এদিনের অভিযান।
প্রসঙ্গত,স্থানীয় একটি বেসরকারি সংস্থা এএসপি প্ল্যান্টের ওই জমি অবৈধভাবে দখল করে একটি পার্কিং জোন গড়ে তুলেছিল। দীর্ঘদিন ধরেই সেখানে পরিবহনের জিনিসপত্র এবং গাড়ি রাখা হতো। দাবী অ্যালয় স্টিল প্ল্যান্ট কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরে ওই পার্কিং জোনটি দখলমুক্ত করার আবেদন জানিয়ে আসছিল। অভিযোগ সেই আবেদনে কোনওরকম কর্ণপাত করেনি ওই বেসরকারি পরিবহণ সংস্থাটি। অবশেষে আদালতের দ্বারস্থ হয় এএসপি কর্তৃপক্ষ এবং রাষ্ট্রায়ত্ত সংস্থার পক্ষে রায় দেয় আদালত।
অবেশেষ এদিন আদালতের নির্দেশ মতো জবরদখল জমি দখলমুক্ত করতে অভিযানে নামে রাষ্ট্রায়াত্ত সংস্থা কর্তৃপক্ষ। এবং জেসিবি দিয়ে অবৈধ নির্মাণ গুঁড়িয়ে দেওয়া হয়। পাশাপাশি আগামী ৭ দিনের মধ্যে ওই পার্কিং এলাকা থেকে সমস্ত জিনিসপত্র এবং গাড়ি সরিয়ে নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়। অন্যদিকে সংস্থার কর্ণধার রাষ্ট্রয়াত্ত সংস্থার আধিকারিকদের নির্দেশ মতো দ্রুত জায়গাটি খালি করে দেওয়ার কথা জানিয়েছেন।