নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– ওদের সবাই অবহেলার চোখে দেখে। কিন্তু ওদের মধ্যেও যে সুপ্ত প্রতিভা রয়েছে তার প্রমাণ মিলল দুর্গাপুর হ্যান্ডিক্যাপড হ্যাপি হোমের বিশেষ চাহিদা সম্পন্নদের স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানে। এদিন ওদের নাচে গানে মন ছুঁয়ে যায় উপস্থিত দর্শকদের। এদিন পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে ৭৭ তম স্বাধীনতা দিবস অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত দুর্গাপুর পৌরনিগমের প্রশাসক অনিন্দিতা মুখার্জী পতাকা উত্তোলন করেন। অনিন্দিতাদেবীর পাশাপাশি এদিনের অনুষ্ঠানে উপস্থিতছিলেন শহরের বিশিষ্টজনেরাও।
এদিনের অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু, কিশোর-কিশোরী, তরুণ তরুণীদের দ্বারা অনুষ্ঠিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। ওদের নৃত্য গীতি কবিতা সহ বিভিন্ন পরিবেশনা সকলের মন জয় করে নেয়।
উল্লেখ্য পশ্চিম বর্ধমানের একমাত্র বিশেষভাবে সক্ষম শিশু-কিশোরদের বেসরকারি আবাসিক হোম দুর্গাপুরের হ্যান্ডিক্যাপড হ্যাপি হোম। যেখানে প্রতিবন্ধতাকে ভয় নয় জয় করা শেখানো হয়। আবাসিকদের পাশাপাশি স্থানীয়রা পড়াশুনা, গান বাজনা সহ নানা হাতের কাজ শেখে। ওরা সঠিক প্রশিক্ষণ পেলে নিজেরাই জীবনের প্রতিবন্ধকতা কাটিয়ে উঠতে পারবে বলে মনে করেন হ্যাপি হোম কর্তৃপক্ষ।