নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুরঃ- স্বাধীনতার ৭৫ তম বর্ষ উদযাপন উপলক্ষে তিরঙ্গা আলোয় সেজে উঠেছে দুর্গাপুর শিল্পাঞ্চলের ইস্পাত নগরী। আর সেই আলোর ছটায় ভাসছে ইস্পাতনগরী। স্বভাবতই অপরূপ এই আলোক সজ্জায় সজ্জিত শিল্পাঞ্চলকে দেখে রীতিমতো আনন্দিত শহরের মানুষ। শুধু তাই নয় শিল্পাঞ্চলের এই আলোর ছটা দেখতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন ছুটে আসছেন। গতকাল মধ্যরাত্রি থেকেই নগরীর বিভিন্ন রোটারি গুলি সাজিয়ে তোলা হয়েছে গেরুয়া সাদা ও সবুজ আলোয়।
অন্যদিকে এক অভিনব উপায়ে এবারের স্বাধীনতা দিবস পালন করল দুর্গাপুর শিল্পাঞ্চলের ইস্পাত নগরীরর বি-জোনস্থিত ভারতী ভলিবল ক্লাব। স্বাধীনতা দিবসের ভোর থেকেই নানান অনুষ্ঠানের মাধ্যমে শুরু হয়ে যায় স্বাধীনতা দিবস উদযাপন। তার মধ্যে উল্লেখ্যযোগ্য় সুসজ্জিত ট্যাবলো নিয়ে প্রভাতফেরি। ক্লাব সদস্য ছাড়াও প্রভাতফেরিতে অংশ নিয়েছিলেন এলাকার ছাত্র, যুবা, মহিলা, পুরুষ সকলে। সুসজ্জিত ট্যাবলো নিয়ে প্রভাতফেরি শিল্পাঞ্চলের বিভিন্ন এলাকা পরিভ্রমণ করে। ওই বিশেষ ট্যাবলোটি বিভিন্ন সচেতনতামূলক বার্তা ও স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে বিশেষ বার্তা দিয়ে সাজিয়ে তোলা হয়েছিল। ভারতী ভলিবল ক্লাবের স্বাধীনতা দিবস উদযাপনের মূল আকর্ষণ ছিল ক্লাব প্রঙ্গনে হেলিকপ্টারে করে আকাশ থেকে পুষ্পবৃষ্টি। আর এই বিশেষ ঘটনার সাক্ষী থাকতে দুর্গাপুর শিল্পাঞ্চলের প্রায় শতাধিক মহিলা লাল পাড় সাদা শাড়ি পড়ে ক্লাব প্রাঙ্গণে উপস্থিত ছিলেন।
স্বাধীনতা এই বিশেষ অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার। দুর্গাপুর ভলিবল ক্লাবের এই অভিনব উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন শিল্পাঞ্চলের বাসিন্দারা।