eaibanglai
Homeএই বাংলায়দুর্গাপুরে বামেদের 'ইনসাফ যাত্রা' থেকে উঠল পুর নির্বাচনের দাবি

দুর্গাপুরে বামেদের ‘ইনসাফ যাত্রা’ থেকে উঠল পুর নির্বাচনের দাবি

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– সোমবার দুর্গাপুরে এসে পৌঁছল বামেদের ‘ইনসাফ যাত্রা’ এবং সেই যাত্রা থেকে উঠল দুর্গাপুর পুরনিগমের নির্বাচনের দাবি। এদিন শহিদ সুকুমার বন্দ্যোপাধ্যায়ের মূর্তীতে মালা দিয়ে শুরু হয় বামেদের এই বিশেষ পদযাত্রা। দুর্গাপুরের সূর্যসেন কলোনী থেকে ডিভিসি মোড় হয়ে বি ২ বাজারে শেষ হয় এদিনের যাত্রা। এরমধ্যে শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে বাম যুব সংগঠন ডিওয়াইএফআইয়ের ‘ইনসাফ যাত্রা’।

এদিনের পদযাত্রার নেতৃত্বে ছিলেন বাম যুব নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। পদযাত্রায় তার সঙ্গে পা মেলান অভিনেতা দেবদূত ঘোষ সহ বহু ডিওয়াইএফআইয় এবং সিপিআইএম কর্মী সমর্থকরা। এদিনের এই যাত্রা থেকে তৃণমূল ও বিজেপিকে একযোগে আক্রমণ বাম নেত্রী মিনাক্ষী। তিনি বলেন, ২০ বছর একসঙ্গে ঘর করছে এরা৷ চোরে চোরে কী করছে বা করবে তা তিনি জানেন না! পাশাপাশি দুর্গাপুর শিল্পাঞ্চলে বন্ধ হয়ে যাওয়া কলকারখানা নিয়ে ও পুর নির্বাচন নিয়েও আওয়াজ তোলেন তিনি। তিনি বলেন দুর্গাপুরে পুর নির্বাচন করাতে ভয় পাচ্ছে শাসক দল। কারণ তারা জানেন স্বচ্ছভাবে ভোট হলে শিল্পাঞ্চলের মানুষ মুখের উপর জবাব দেবে তাদের।

প্রসঙ্গত সোমবার ২৫ তম দিনে পড়ল সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআইয়ের ‘ইনসাফ যাত্রা’। রাজ্য ও কেন্দ্র সরকারের দুর্নীতি এবং অপপ্রচার সাধারণ মানুষের কাছে তুলে ধরতে ২৫ দিন আগে আলিপুরদুয়ারের বানারহাট থেকে শুরু হয় এই পদযাত্রা। উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা ঘুরে প্রায় ২ মাস হেঁটে আগামী ৭ জানুয়ারি কলকাতার ব্রিগেডে পৌঁছবেন ডিওয়াইএফআই নেতা-কর্মীরা। এবং সেখানে সমাবেশ হবে। মূলত আসন্ন লোকসভা ভোটকে সামনে রেখেই বাম যুব সংগঠনের এই কর্মসূচি বলে মনে করছেন ওয়াকিবহাল মহল।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments