eaibanglai
Homeএই বাংলায়দুর্গাপুরে ইন্সুরেন্সের 'মিস্টার নটোবরলাল' এখন পুলিশের জালে

দুর্গাপুরে ইন্সুরেন্সের ‘মিস্টার নটোবরলাল’ এখন পুলিশের জালে

মনোজ সিংহ, দুর্গাপুর:- শিল্পাঞ্চলের মানুষ তাদের জীবন ও জীবিকা থেকে অর্জিত অর্থের একটি অংশ সুরক্ষিত রাখেন তাদের জীবনের বীমা করার লক্ষ্যে। কারণ প্রতিটি মানুষই জানেন ‘জীবন’ অনিশ্চয়তার আর এক নাম। যেকোনো সময় দুর্ঘটনা ঘটতেই পারে, তাই পরিবার যাতে অকূলে ভেসে না যায় সেই জন্য প্রতিটি মানুষই এখন জীবন বীমা করিয়ে রাখেন । সরকারি ও বেসরকারি একাধিক সংস্থায় মানুষ নিজেদের জীবন বীমা করিয়ে রাখেন। কিন্তু শিল্পাঞ্চলের একশ্রেণির চিটিংবাজ বা ‘মিস্টার নটোবর লালেরা’ মানুষের এই অত্যন্ত সংবেদনশীল বিষয় নিয়েও লক্ষ লক্ষ টাকার প্রতারণা করে চলেছেন বলে অভিযোগ। এমনই এক ‘মিস্টার নটোবর লালের’ হদিশ পাওয়া গিয়েছে দুর্গাপুরে।

দুর্গাপুর পুলিশের একটি সূত্র মারফত জানা গিয়েছে, গত ৬ জানুয়ারি ২০২৬ -এ, দুর্গাপুরের বিধাননগরের বাসিন্দা রাজীব কুন্ডু লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি জানান যে, বিশ্বজিৎ হালদার ও সুদীপ্তা হালদার নামে এক দম্পতি নিজেদেরকে ইনকাম ট্যাক্স কনসালটেন্ট পরিচয় দিয়ে তাদের কাছ থেকে ৪৫ লক্ষ টাকা প্রতারণা করেছেন।

সূত্র মারফত জানা গেছে ওই দম্পতি নাকি রাজীব কুণ্ডুকে তার ৩-৪ বছরের ইনকাম ট্যাক্স রিটার্ন জমা দেওয়ার নাম করে বেশ কয়েকটি ধাপে প্রায় ৪৫ লক্ষ টাকা নিয়েছেন। কিন্তু রাজীব কুন্ডুর অভিযোগ তিনি জানতে পারেন তার ইনকাম ট্যাক্স রিটার্ন জমা হয়নি সময়মত। তখন তিনি বিশ্বজিৎ হালদার ও তার স্ত্রী সুদীপ্তা হালদার কে চাপ দিতে থাকলে, তারা তাকে ৬ লক্ষ ৯০ হাজার টাকা ফেরত দেন। বাকি টাকাটি আগামী কিছুদিনের মধ্যে ফেরত দেওয়ার কথা ছিল। কিন্তু সেই টাকা ফেরত পাননি তিনি । উল্টো নাকি রাজীববাবুকে ১৮/১২/২৫ তারিখের একটি চুক্তিপত্র দেখানো হয়, যেখানে রাজীব কুন্ডুর ও তার স্ত্রীর হস্তাক্ষর রয়েছে। রাজীববাবুর দাবি ওই নথি সম্পূর্ণ জালিয়াতি করে করা হয়েছে। রাজীববাবুর আরও দাবি তিনি খোঁজখবর নিয়ে জানতে পেরেছেন অভিযুক্ত বিশ্বজিৎ হালদার ও সুদীপ্তা হালদার নাকি দুর্গাপুর শিল্পাঞ্চলের নামকরা ‘প্রতারক বা চিটিংবাজ’। এইরকম প্রতারণার ঘটনা শুধু তার সাথেই নয়,শিল্পাঞ্চলের আরো বহু মানুষের সাথেই ঘটেছে।

এদিকে দুর্গাপুর পুলিশ লিখিত অভিযোগ পাওয়ার পরেই উক্ত বিশ্বজিৎ হালদার ও সুদীপ্তা হালদারের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু করে এবং দুর্গাপুর ইস্পাত নগরীর এ-জোনের ২/১৫ আকবর রোডের বাড়ি থেকে অভিযুক্ত বিশ্বজিৎ হালদার গ্রেপ্তার করে। এরপর পুলিশের তদন্তকারী দল একাধিক জায়গায় তল্লাশি চালায় এবং ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের রিমান্ড নোটিশ ২০২০-২৫, ব্যাংক স্টেটমেন্ট, দুর্গাপুর থেকে নোটারি করা এগ্রিমেন্টের জেরক্স কপি সহ আরো বেশ কিছু নথি বাজেয়াপ্ত করে। পুলিশি তদন্তের স্বার্থে অভিযুক্ত বিশ্বজিৎ হালদারকে হেফাজতে নিলেও তার স্ত্রী সুদীপ্তা হালদার এখনো পলাতক বলে জানা গেছে।

এদিকে স্থানীয় একটি সূত্র মারফত জানা গেছে বিশ্বজিৎ হালদার নাকি বাজাজ অ্যালায়েন্স (BAJAJ ALLIANZ) নামক এক জীবন বীমা সংস্থার ম্যানেজার পদে কর্মরত রয়েছেন দুর্গাপুরে। ওই সংস্থার সাথে যুক্ত নাম প্রকাশে অনুচ্ছুক একাধিক ব্যক্তিরা জানিয়েছেন, সাধারণ এক বীমা কর্মী হিসেবে জীবন শুরু করেছিলেন এই বিশ্বজিৎ হালদার ও তার স্ত্রী সুদীপ্তা হালদার। মাত্র কয়েক বছরের মধ্যেই তাদের জীবন যাত্রার মান অত্যন্ত উন্নত হয়েছে এবং তাদের আয়ের সঙ্গে ব্যয়ের বিশাল একটি ফারাক রয়েছে। নাম প্রকাশে অনুচ্ছুক ওই ব্যক্তিদের আরও অভিযোগ, জীবন বীমা করানোর নাম করে একাধিক ব্যক্তির কাছ থেকে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেছে এই হালদার দম্পতি। এই বিশ্বজিৎ হালদার ও তার স্ত্রী সুদীপ্তা হালদারের ব্যাংক একাউন্টের গত ১০ বছরের লেনদেনের হিসাব দেখলেই পরিষ্কার হয়ে যাবে এই প্রতারণার চক্র কিভাবে কাজ করেছে। প্রাথমিকভাবে জানা গেছে এদের বিরুদ্ধে আরো বহু টাকার তছরূপের অভিযোগ উঠেছে। দুর্গাপুর পুলিশের বিশেষ তদন্তকারী দল ইতিমধ্যেই বিশ্বজিৎ হালদারকে হেফাজতে নিয়ে প্রতারণার সাথে যুক্ত আরো অনেক ব্যক্তিদের খোঁজ চালাচ্ছেন বলে জানা গেছে।

জীবন বীমা বা ইন্সুরেন্সের নামে প্রতারণার এই নতুন চক্র থেকে শিল্পাঞ্চলের মানুষের এখনই সতর্ক হওয়ার সময় এসেছে। শিল্পাঞ্চলের বুকে এমন কোন মানুষ যদি বিশ্বজিৎ হালদার ও তার স্ত্রী সুদীপ্তা হালদারের বিরুদ্ধে কোনরকম আর্থিক প্রতারণার অভিযোগ থাকে তাহলে অবিলম্বে যেন তারা দুর্গাপুর থানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন। কারণ শিল্পাঞ্চলের সজাগ বাসিন্দারাই একমাত্র রুখে দিতে পারেন প্রতারণা চক্রের এই ‘মিস্টার নটোবর লালদের’ কে। দুর্গাপুর পুলিশের তদন্তকারী দলের সুদক্ষ আধিকারিকরা এই প্রতারণা চক্রের সাথে যুক্ত সবাইকে যথাযথ আইনি শাস্তির ব্যবস্থা করবেন বলে বিশ্বাস শিল্পাঞ্চলের সাধারণ বাসিন্দাদের।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments