মনোজ সিংহ, দুর্গাপুরঃ– পৃথিবীর ক্রীড়া মানচিত্রে ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের এক আলাদা স্থান তৈরি হয়ে রয়েছে। শিল্পাঞ্চল দুর্গাপুর থেকে বিশ্বের বিভিন্ন স্তরের খেলাধুলায় একাধিক খেলোয়াড় তাদের জীবনের উৎকৃষ্ট দক্ষতা দিয়ে ছিনিয়ে নিয়ে এসেছেন সেরার সেরা একের পর এক শিরোপা। সেই ক্রীড়া প্রেমিক মানুষদের মনে ঢেউ তোলার উদ্দেশ্যে গত বছর থেকে দুর্গাপুর শিল্পাঞ্চলে অনুষ্ঠিত হচ্ছে দুর্গাপুর স্পোর্টস কার্নিভাল। গত বছরের ন্যায় এ বছরও দুর্গাপুর স্পোর্টস কার্নিভাল অনুষ্ঠিত হবে আগামী ২৫ শে জানুয়ারি শহীদ ভগত সিং স্টেডিয়ামে। এই দিনটিকে স্মরণীয় করে রাখতে দুর্গাপুর ইন্টারন্যাশনাল ম্যারাথন নামক এক দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। ভারতবর্ষের বিভিন্ন রাজ্য সহ পার্শ্ববর্তী দেশগুলির বেশ কয়েকজন নামকরা খেলোয়াড় এই ম্যারাথনে অংশগ্রহণ করবেন বলে জানা গেছে।
মঙ্গলবার বিকেলে দুর্গাপুরের প্রাণকেন্দ্র সিটি সেন্টারে অবস্থিত দূর্গাপুর প্রেস ক্লাবের এক সাংবাদিক সম্মেলনে, দুর্গাপুর ক্লাব সমন্বয়ের সভাপতি সন্দীপ দে জানান, “বাংলার ক্রীড়া মানচিত্রে দুর্গাপুর কে এক আলাদা পরিচিতি দেওয়ার লক্ষ্যে বিগত বছরের ন্যায় এবছরও আরও বড় আকারে দুর্গাপুর ইন্টারন্যাশনাল ম্যারাথনের আয়োজন করা হয়েছে। বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের অনুমতিক্রমে ও সহযোগিতায় এই প্রথমবারের জন্য দুর্গাপুর শিল্পাঞ্চলে ‘দুর্গাপুর ইন্টারন্যাশনাল ম্যারাথন’ “রান ফর ইউনিটি” নামক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ‘দুর্গাপুর ইন্টারন্যাশনাল ম্যারাথন’ এবং দুর্গাপুর স্পোর্টস কার্নিভাল এই অঞ্চলে একটি শক্তিশালী ক্রীড়া সংস্কৃতি গড়ে তোলার এবং পরবর্তী প্রজন্মকে খেলাধুলার মাধ্যমে ফিটনেস, শৃঙ্খলা এবং উৎকর্ষতা গ্রহণে অনুপ্রাণিত করার জন্য এক বিনীত প্রচেষ্টা।”

আগামী ২৫ শে জানুয়ারি থেকে ১লা ফেব্রুয়ারি স্থানীয় ভগত সিং স্টেডিয়াম সহ শিল্পাঞ্চলের বেশ কয়েকটি ক্রীড়াঙ্গনে অনুষ্ঠিত হবে দুর্গাপুর স্পোর্টস কার্নিভাল যার প্রথম দিনের সূচনা হবে দুর্গাপুর ইন্টারন্যাশনাল ম্যারাথন দৌড় প্রতিযোগিতা দিয়ে। এই স্পোর্টস কার্নিভালে থাকবে মোট ২৮টি খেলা। যেখানে ফুটবল, ক্রিকেট, অ্যাথলেটিক্সের পাশাপাশি টেনিস, ব্যাডমিন্টন, টেবিল টেনিস, ক্যারাম, খোখো সহ বিভিন্ন খেলাধুলার প্রতিযোগিতা থাকবে। এমনকি তাস,অঙ্কন, যোগা প্রতিযোগিতাকেও এই স্পোর্টস কার্নিভালের আওতায় রাখা হয়েছে। শহরের একাধিক স্পোর্টস কমপ্লেক্স জুড়ে চলবে এই বিশাল কর্মকাণ্ড। প্রতিযোগিতায় জয়ীদের জন্য থাকছে আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থা। এই ইভেন্টের অন্যতম মূল আকর্ষণ থাকবে ম্যারাথ দৌড়। ম্যারাথনে চারটি দৌড়ের বিভাগ থাকবে: ২১ কিমি (হাফ ম্যারাথন), ১০ কিমি, ৫ কিমি, ২ কিমি (মজার দৌড়)। ২১ কিমি এবং ১০ কিমি বিভাগের জন্য মোট ৫ লক্ষ টাকার পুরস্কারের ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন উদ্যোক্তারা। এই ইভেন্টের লক্ষ্য হল প্রতিযোগিতা মূলক উৎকর্ষতাকে উৎসাহিত করা এবং ব্যাপক অংশগ্রহণকে উৎসাহিত করা। সমস্ত নিবন্ধিত দৌড়বিদ অফিসিয়াল টি-শার্ট, ফিনিশার পদক এবং ডিজিটালি টাইমড সার্টিফিকেট পাবেন।
এই দুর্গাপুর স্পোর্টস কার্নিভালে প্রশাসন, ক্রীড়া, এবং বিনোদন জগতের বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তিত্ব অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে জানানো হয়েছে। যাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন, শ্রী সৌরভ গাঙ্গুলি (প্রাক্তন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক), শ্রী জোসে ব্যারেটো (প্রাক্তন ভারতীয় ফুটবলার), শ্রীমতী পূজা ব্যানার্জি (চলচ্চিত্র অভিনেত্রী), শ্রীমতী সাইনী সরকার (মিসেস ইন্ডিয়া), শ্রী অজিত ব্যানার্জি, সভাপতি, ভারতীয় ফুটবল অ্যাসোসিয়েশন (আইএফএ), শ্রী চন্দন রায় চৌধুরী, সভাপতি, বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশন, শ্রী পার্থ সারথি নন্দী, লালবাবা রাইস (টাইটেল স্পনসর), শ্রী সন্দীপ দে, সভাপতি, দুর্গাপুর ক্লাব সমানয়, শ্রী প্রশান্ত সাহা, দৌড় পরিচালক, দুর্গাপুর আন্তর্জাতিক ম্যারাথন।




















