eaibanglai
Homeএই বাংলায়কুখ্যাত লোহা মাফিয়া গ্রেফতার দুর্গাপুরে

কুখ্যাত লোহা মাফিয়া গ্রেফতার দুর্গাপুরে

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– দুর্গাপুর শিল্পাঞ্চলের বন্ধ কারখানা থেকে যন্ত্রাংশ চুরির ঘটনার তদন্তে নেমে শহরের কুখ্যাত এক লোহা মাফিয়া শ্রাবণ চৌধুরীকে গ্রেফতার করল পুলিশ। বৃহস্পতিবার রাতে দুর্গাপুর ওয়ারিয়া থেকে তাকে গ্রেফতার করে কাঁকসা থানার পুলিশ। ধৃত ওই লোহা মাফিয়া ওয়ারিয়ার মানা গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

প্রসঙ্গত গত ২৪ অক্টোবর কাঁকসার বামুনাড়া শিল্পতালুকের বন্ধ সরণ অ্যালয় প্রাইভেট লিমিটেড থেকে লক্ষাধিক টাকার যন্ত্রাংশ লুঠের ঘটনা ঘটে। অভিযোগ ওই দিন রাতে ১৮ থেকে ২০ জনের সশস্ত্র ডাকাত দল ওই বন্ধ কারখানায় হানা দিয়ে কর্মরত পাঁচ নিরাপত্তাকর্মীর মাথায় বন্দুক ঠেকিয়ে লক্ষাধিক টাকার যন্ত্রাংশ ও তামার তার সহ সরঞ্জাম লুঠ করে পালায়। এরপরই ওই কোম্পানির ডিরেক্টর অনিকেত গৌরব থানায় অভিযোগ দায়ের করেন। তদন্তে নেমে ওয়ারিয়া কয়লা ডিপোর বাসিন্দা এমডি রাজু এবং মুর্শিদাবাদের জঙ্গিপুরের বাসিন্দা মনরুল শেখকে গ্রেপ্তার করে কাঁকসা থানার পুলিশ। তাদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে শ্রাবণ চৌধুরীর বিষয়ে তথ্য পায় পুলিশ এবং বৃহস্পতিবার রাতে ওয়ারিয়ায় লোহার কাটায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি আইনের ৪৬১/৩৭৯ ধারায় মামলা রুজু করা হয়েছে। ধৃতকে মহকুমা আদালতে পেশ করা হলে ৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক।

এদিকে কুখ্যাত এই লোহা মাফিয়ার গ্রেফতারের পর থেকে শিল্পাঞ্চলের বেআইনি লোহা ব্যবসায়ীদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে। বিশেষ সূত্রে খবর এই গ্রেফতারের ঘটনার পর থেকে দুর্গাপুরের মেইন গেট, কড়া রোড, এএসপি গেট এলাকায় অবৈধ লোহার ব্যবসার সঙ্গে যুক্ত লোহা মাফিয়ারা ইতিমধ্যে আত্মগোপন করেছে।

অন্যদিকে শিল্পাঞ্চলের বন্ধ কারখানা থেকে যন্ত্রাংশ চুরির ঘটনায় লোহা মাফিয়াদের বড়সড় চক্র কাজ করছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। পুলিশ জানিয়েছে শ্রাবণ চৌধুরী ছাড়াও আরও অনেকে বন্ধ কারখানায় লাখ লাখ টাকার যন্ত্রাংশ চুরির সঙ্গে জড়িত। কুখ্যাত লোহা মাফিয়াকে হেফাজতে নিয়ে শহরের অবৈধ লোহা কারবারের তদন্তে গতি আনতে চাইছে পুলিশ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments