সংবাদদাতা, দুর্গাপুর:- রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বহুদিন ধরেই অভিযোগ আসছিল যে তৃণমূল কংগ্রেসের মধ্যে রয়েছে গোষ্ঠীদ্বন্দ্ব শিল্পাঞ্চল দুর্গাপুরও এর আগে বহু এমন ঘটনা ঘটেছে যেখানে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের প্রমাণ পাওয়া গেছে আবারো শিল্পাঞ্চল দুর্গাপুরে তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হল। তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষের জেরে উত্তপ্ত হয়ে উঠল দুর্গাপুরের বি-জোন ফাঁড়ির অন্তর্গত মোলবাগান এলাকা। ঘটনা জেরে আহত হয়েছেন এক মহিলা সহ আরো তিনজন। আহতদের মধ্যে মহিলাকে প্রাথমিক চিকিৎসা করে ছেড়ে দেওয়া হলেও বাকিরা দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।
জানা গেছে, ঘটনার সূত্রপাত রবিবার সন্ধ্যায়, বি-জোন এলাকার মোল বাগানে তৃণমূলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। আহতদের অভিযোগ তৃণমূলের আরেক পক্ষের বামেদের আশ্রিত বেশ কিছু গুন্ডাবাহিনীর সঙ্গে মিলিত হয়ে আচমকায় তাদের উপর হামলা চালায় লাঠি রড তলোয়ার নিয়ে। তাদের অভিযোগ এলাকায় বিভিন্ন দুর্নীতির বিরুদ্ধে তারা প্রতিবাদ করেছিলেন বলে, তাদের উপর চড়াও হয়েছে ওই অপর পক্ষের লোকেরা। স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে তৃণমূলের বেশ কিছু স্থানীয় নেতা টাকার বিনিময়ে চাকরি করে দিচ্ছেন,তারই প্রতিবাদ করেন তারা। ঘটনা ঘিরে এলাকায় পরিস্থিতি উত্তপ্ত রয়েছে। এই ঘটনায় পুলিশ বেশ কিছু যুবককে আটক করে দুর্গাপুর মহকুমা আদালতে পাঠিয়ে দেয়।