নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- দুর্গাপুরে বিজেপি কর্মীদের উপর ভোট পরবর্তী হিংসার অভিযোগ তুললেন আসানসোলের বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। এদিন তিনি দুর্গাপুর ফরিদপুর ব্লকের খাঁটগড়িয়া এলাকায় সক্রিয় বিজেপি কর্মীদের বাড়িতে বাড়িতে যান, তাদের খোঁজ খবর নেন ও তাদের সঙ্গে কথা বলেন। এরপরই সাংবাদ মাধ্যমের কাছে তিনি অভিযোগ করেন, বাড়ি থেকে বেরোলে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে এলাকার বিজেপি কর্মীদের । স্থানীয় গ্যাস উত্তোলক সংস্থার কাজ করা বিজেপি সমর্থক ঠিকা শ্রমিকদের বসিয়ে দেওয়া হয়েছে। মূল উদ্দেশ্য হচ্ছে বিজেপি কর্মী সমর্থকরা যাতে সংগঠিত হতে না পারে এবং একত্রিত হয়ে তৃণমূলের দুষ্কর্মের প্রতিবাদ না করতে পারে। পাশাপাশি তিনি অভিযোগ করেন স্থানীয় বেসরকারি গ্যাস উত্তোলক সংস্থার বর্জ্য স্থানীয় কুনুর নদীতে ফেলা হচ্ছে । যার জেরে নদী ও পরিবেশ দূষিত হচ্ছে। শাসক দলের মদতে ওই বেসরকারি সংস্থা এলাকায় দূষণ ঘটিয়ে চলেছে এবং প্রাকৃতিক পরিবেশ নষ্ট করছে। স্থানীয় বিজেপি কর্মী সমর্থকরা প্রতিবাদ করলে উল্টে তাদের হুমকি দিচ্ছে শাসক দলের লোকেরা। আগামী দিনে বিষয়টি নিয়ে বড়সড় আন্দোলনে নামার হুঁশিয়ারিও দেন বিজেপি নেতা।
অন্যদিকে জিতেন্দ্র তিওয়ারির করা সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়ে দুর্গাপুর ফরিদপুর ব্লকের তৃণমূল সভাপতি সুজিত মুখার্জি বলেন, “এত বড় পঞ্চায়েত নির্বাচন হয়ে গেল রাজ্যে সুষ্ঠুভাবে। নমিনেশনের পর থেকে দুর্গাপুর ফরিদপুর ব্লকে কোনও অশান্তির ঘটনা ঘটেনি। ভোটের দিনও কোনও অশান্তি হয়নি। গণনাও হয়েছে শান্তিপূর্ণভাবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে সাধারণ মানুষের উন্নতি করছেন তাতে এলাকার মানুষ দুহাত ভরে মা মাটি মানুষকে ভোট দিয়েছে। আগামী দিনেও দেবে। আর শুধু বিরোধীতা করার জন্য যদি কেউ গ্যাস উত্তোলক সংস্থার ঠিকা শ্রমিকদের কাজ থেকে বসিয়ে দেয় সে আমার কাছে আসুক। সে বিজেপি সিপিএম যে দলই করুক তাকে কাজে নিয়োগের ব্যবস্থা করে দেব। এলাকার শান্তি শৃঙ্খলা বজায় থাকার কথা এলাকার মানুষই বলবে। জিতেন্দ্র তিওয়ারি কি বলল সেটা ফ্যাক্টর নয়। এলাকায় বিজেপির লোক নেই জন নেই সংগঠন নেই। তাই জিতেন্দ্র তিওয়ারিকে ভুলভাল বকতে হচ্ছে।”
যদিও বেসরকারি গ্যাস উত্তোলক সংস্থা যে নদীর জল দূষিত করছে সে বিষয়টি মেনে নিন ব্লক সভাপতি । তবে তিনি আশ্বাস দেন ওই সংস্থাকে চিঠি দিয়ে বিকল্প ব্যবস্থা করে দূষণ বন্ধ করার কথা জানানো হবে ও বিষয়টি নিয়ে প্রশাসনিক স্তরে ব্যবস্থা গ্রহণ করা করা।