নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুরঃ- ধৃতকে জেরা করে দুর্গাপুরে কাবুলিওয়ালা খুনের কিনারা করল দুর্গাপুর থানার পুলিশ। উদ্ধার হয়েছে খুনে ব্যবহিত একটি কাঠের খিল। পাশাপাশি ধৃত জাহির শেখের কাছ থেকে কাবুলিওয়ালা’র কাছ থেকে নিয়ে যাওয়া প্রায় ৯৪ হাজার টাকা, বেশ কয়েকটি সোনার গয়না সহ আর্থিক লেনদেনের একটি রেজিস্ট্রার খাতাও উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার অভিযুক্ত জাহির শেখকে নিয়ে সাংবাদিক বৈঠক করে এবিষয়ে জানায় দুর্গাপুর থানার পুলিশ। বৈঠকে উপস্থিত ছিলেন আসানসোল – দুর্গাপুর পুলিস কমিশনারেটের এসিপি দুর্গাপুর তথাগত পাণ্ডে। দুর্গাপুর থানার ওসি সৌমেন্দ্রনাথ ঠাকুর সহ একাধিক পুলিশ আধিকারিক৷
প্রসঙ্গত, প্রায় দু’বছর থেকে দুর্গাপুর ১৫ নম্বর ওয়ার্ডের মহিষ্কাপুর প্লটে বেনাচিতি বাজার সংলগ্ন কাইজার লেনে এলটি বাড়ি ভাড়া নিয়ে থাকতেন বছর ৫১-র কাবুলিওয়ালা হাসাম খান। শুক্রবার রাতে ওই ভাড়া বাড়ির তালা ভেঙে কাবুলিওয়ালা হাসাম খানের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করে পুলিশ। মৃতের পরিবার খুনের অভিযোগ দায়ের করে দুর্গাপুর থানায় । সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ জানতে পারে কাবুলিওয়ালা হাসাম খানের ওই ভাড়া বাড়িতে রান্নাবান্নার কাজ করতো বাঁকুড়ার বড়জোড়া থানা এলাকার বাসিন্দা এক যুবক জাহির শেখ। খুনের ঘটনার পর থেকেই নিখোঁজ ছিল সে। অবশেষে শনিবার রাতে বড়জোড়ায় তার শ্বশুরবাড়ি থেকে জাহির শেখকে গ্রেফতার করে দুর্গাপুরে নিয়ে আসে ও আদালতে পেশ করে পুলিশ। এরপর আদালতের নির্দেশে ধৃতকে ৫ দিনের পুলিশি হেফাজতে নিয়ে খুনের ঘটনার কিনারা করা হয়।