নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– দুর্গাপুরে প্রথমবার আয়োজিত হল সম্পূর্ণ মহিলাদের দ্বারা পরিচালিত কোনও কালী পুজো। আগে থেকে কোনও প্রস্তুতি না থাকলেও কাকতালীয়ভাবেই ঘটেছে এই ব্যতিক্রমি ঘটনা।
প্রসঙ্গত দুর্গাপুর পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের রাধাকৃষ্ণপল্লী (পূর্ব) তে, গত ১৬ বছরের বেশি সময় ধরে কালীপুজো হয়ে আসছে। গতবছরও প্রতিবছরের মতো পাড়ার জেঠু-কাকুরা পুজোর আয়োজন করেছিলেন, আর তাতে সাহায্য করেছিল পাড়ার ছেলেরা। কিন্তু এবার শারীরিক অসুস্থতাজনিত কারণে অনেকই পুজোর ব্যবস্থাপনা থেকে সড়ে দাঁড়ান। অন্যদিকে পাড়ার ছেলেরাও কেউ ব্যবসা বা কেউ চাকরি থেকে ছুটি না পাওয়ার কারণ দেখিয়ে পুজোর আয়োজন থেকে হাত গুটিয়ে নেয়। সব মিলিয়ে বন্ধ হয়ে যাওয়ায় উপক্রম হয় রাধাকৃষ্ণপল্লী (পূর্ব)র এবারের পুজো।
এমন সময় কোমড় বেঁধে এগিয়ে আসেন পাড়ার ১৮ জন মহিলা। চাঁদা তোলা থেকে বিসর্জন, সমস্ত দায়িত্ব কাঁধে তুলে নেন তাঁরা। তাঁদের পাশে দাঁড়ানের আশ্বাস দেন পাড়ার কাকিমা জেঠিমা সহ অন্য মহিলারাও। এরপরই দুটি দলে ভাগ হয়ে কাজে নেমে পড়েন ওই মহিলারা। একদল বিল বই ছাপিয়ে চাঁদা তোলার কাজে নেমে পড়েন, অন্যদিকে অপর দলটি কুমড়পাড়ায় গিয়ে প্রতিমা অর্ডার দেওয়া, পুজোর বাজার করা, আলোকসজ্জা সহ যাবতীয় কাজ শুরু করে দেয়। সব মিলিয়ে সুন্দর ভাবে সম্পন্ন হয় এবারের রাধাকৃষ্ণপল্লীর কালী পুজো।
পাড়ার মহিলাদের এই উদ্যোগে রীতিমতো খুশি রাধাকৃষ্ণপল্লীর বাসিন্দারা। তাঁদের দাবি এটাই দুর্গাপুরে আয়োজিত মহিলাদের দ্বারা পরিচালিত প্রথম কালী পুজো। আগামী বছরও যদি এই মহিলারা পুজোর আয়োজন করেন তবে অবাক হওয়ার কিছু থাকবে না।