নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- ভারতীবর্ষের ইতিহাসে ২৬ জুলাই দিনটি অন্যতম গুরুত্বপূর্ণ দিন। আজ থেকে ঠিক ২৪ বছর আগে এই দিনেই পাকিস্তানের কব্জায় থাকা কার্গিলের সমস্ত সেনা ঘাঁটি পুনরুদ্ধার করে ভারতীয় সেনা। সেই থেকে ভারত-পাক যুদ্ধের ইতিহাসে এই দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। প্রতিবছর দেশজুড়ে এই দিনটি কার্গিল বিজয় দিবস হিসেবে পালিত হয় । শ্রদ্ধাজ্ঞাপন করা হয় কার্গিল যুদ্ধের শহিদ জওয়ানদের।
সারা দেশ তথা রাজ্যের পাশাপাশি দুর্গাপুরেও শ্রদ্ধার সঙ্গে পালিত হল দিনটি। দুর্গাপুরে প্রাক্তন সেনা কর্মীদের অ্যাসোসিয়েশনের তরফে দুর্গাপুরের প্রাণকেন্দ্র সিটি সেন্টারের বাসস্ট্যান্ডে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানানো হয়। এই অনুষ্ঠানের প্রাক্তন সেনা কর্মীরা ছাড়াও উপস্থিত ছিলেন সমাজের বিভিন্ন স্তরের প্রতিনিধিরা। এদিন সেনাদের প্রতি পুষ্পাঞ্জলি এবং মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধা জানান সকলে।
দুর্গাপুরের প্রাক্তন সেনা কর্মী তথা সেনা কর্মী অ্যাসোসিয়েশনের সভাপতি অনুপম তিওয়ারী এদিন জানান, বিগত পাঁচ বছর ধরে এই দিবসটিকে প্রাক্তন সেনা কর্মীরা পালন করে আসছেন। মূলত কারগিল যুদ্ধে সেনাদের বলিদানের কথা স্মরণ করতে, তাঁদের প্রতি শ্রদ্ধা জানাতে এবং সমাজকে সুরক্ষার বার্তা দিতেই এই অনুষ্ঠানের আয়োজন করে থাকেন তারা।