নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- অপহরণের ১০৪ দিন পেরিয়ে গেলেও পুলিশ প্রশাসনের বিভিন্ন দপ্তর ঘুরেও হদিশ মেলেনি মেয়ের। অবশেষে অপহরণ হয়ে যাওয়া মেয়ের খোঁজ পেতে বুধবার দুর্গাপুরের সিটি সেন্টারের ডিএমসি দপ্তরের সামনে বিক্ষোভে বসলেন মা।
প্রসঙ্গত গত পঞ্চায়েত নির্বাচনে পাণ্ডবেশ্বর ব্লকের নবগ্রাম ১৩ নম্বরে নির্দল প্রার্থী হয়ে দাঁড়ান শিল্পা মণ্ডল। অভিযোগ তারপর থেকেই নির্বাচন থেকে নাম তুলে নেওয়ার জন্য তাকে এবং তার পরিবারকে হুমকি দিতে থাকে তৃণমূল আশ্রিত দুষ্কৃতিরা । এমনকি তার মেয়ে তিথি মণ্ডলকেও অপহরণের হুমকি দেওয়া হয়েছিল বলে জানান শিল্পা দেবী। অবশেষে ২ জুলাই থেকে তার মেয়ে নিখোঁজ হয়ে যায়। শিল্পা দেবীর অভিযোগ তার মেয়েকে অপহরণ করা হয়েছে। বিষয়টি জানিয়ে থানায় অভিযোগও দায়ের করেন তিনি। কিন্তু অভিযোগ পুলিশ প্রশাসন তৎপরতা দেখায়নি। অবশেষে শিল্পা দেবীর পাশে দাঁড়ায় বাউরী সমাজ ও গোয়ালা সমাজ এবং এই অপহরণের বিষয়ে উচ্চ পর্যায়ের তদন্তের দাবিতে তারা আন্দোলন শুরু করেন। সেই আন্দোলনের মধ্যেই বুধবার শিল্পা দেবী তার মেয়েকে ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়ে ডিএমসি দপ্তরের সামনে ধর্না শুরু করেন। এদিন তার ধর্না আন্দোলনে সামিল হয় বাউরী সমাজ ও গোয়ালা সমাজের মানুষজন। অবিলম্বে ওই নাবালিকাকে ফিরিয়ে দেওয়ার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করা না হলে এই ধর্না জারি থাকবে বলে স্পষ্ট জানিয়ে দেন বাউরী সমাজ ও গোয়ালা সমাজের নেতৃত্বরা।