নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– এবার ছেলেধরা গুজবে উত্তেজনা ছড়ালো দুর্গাপুর মহকুমার কাঁকসা ব্লকে। এদিন কাঁকসার বসুধা এলাকায় ছেলেধরা সন্দেহে তিন ব্যক্তিকে আটকে রাখেন স্থানীয়রা। পরে কাঁকসা থানার পুলিশ ওই তিনজনকে উদ্ধার করে নিয়ে যায়।
স্থানীয়দের দাবি শুক্রবার সকালে তারা দেখতে পান অজ্ঞাত পরিচয় তিন ব্যক্তি একটি বাচ্চাকে নিয়ে জঙ্গলের দিকে যাচ্ছে। সন্দেহ হওয়ায় স্থানীয় কয়েকজন তাদের ধাওয়া করলে পালানোর চেষ্টা করে ওই ব্যক্তিরা। যদিও তাদের ধরে ফেলে এলাকার মানুষ ও একটি ঘরে আটকে রাখে। পাশাপাশি ওই শিশুটিকে নিজেদের হেফাজতে রেখে দেন স্থানীয়রা। অন্যদিকে ছেলেধরা গুজব ছড়িয়ে পড়তেই এলাকায় মানুষের ভিড় জমতে থাকে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় কাঁকসা থানার পুলিশ এবং শিশু ও আটক তিন ব্যক্তিকে উদ্ধার করে থানায় নিয়ে গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
পুলিশ সূত্রে জানা গেছে অভিযুক্তরা জানিয়েছে তারা ইলামবাজারে বাসিন্দা এবং ওই শিশুটি তাদেরই একজনের সন্তান। শিশু সন্তানকে এগারো মাইলে ডাক্তার দেখাতে নিয়ে যাচ্ছিলেন, সেই সময় ছেলেধরা গুজবের শিকার হন তারা। যদিও পুরো বিষয়টি খতিয়ে দেখছে কাঁকসা থানার পুলিশ।
প্রসঙ্গত সম্প্রতি ছেলেধরা গুজবে উত্তাল রাজ্য। প্রায় দিনই রাজ্যের একাধিক জায়গা থেকে ছেলেধরা সন্দেহে গণপিটুনির ঘটনা সামনে আসছে। বিষয়টি নিয়ে চিন্তিত প্রশাসন লাগাতার সচেতনতা প্রচার চালিয়ে যাচ্ছে। কিন্তু আপাতত এই ছেলেধরা গুজবের রটনা ও ঘটনা কোনোটাই আটকানো যাচ্ছে না।