নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– দুর্গাপুর শিল্পাঞ্চলের প্রাণকেন্দ্র সিটিসেন্টারে অবস্থিত চতুরঙ্গ মাঠটি শহরের অন্যতম পরিচিত ও জনপ্রিয় মাঠ। বলা যেতে পারে দুর্গাপুরবাসীর গর্বের মাঠ। যেখানে সারাবছর ধরেই মেলা, ধর্মীয়, সাংস্কৃতিক ও বিনোদন মূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সিটিসেন্টার নন কোম্পানি এলাকায় অবস্থিত হলেও মাঠটি আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদ বা এডিডিএর অধীনে রয়েছে। ওই সংস্থাই নানা অনুষ্ঠানের জন্য মাঠটি ভাড়া দেয়। এবার এই মাঠ নিয়ে আন্দোলনে নামল এলাকার খুদেরা। আর তাদের পাশে দাঁড়ালেন অভিভাবকরা।
মঙ্গলবার রীতিমতো হাতে প্ল্যাকার্ড নিয়ে মাঠ ফিরিয়ে দেওয়ার দাবিতে সরব হয় এলাকার কচিকাঁচারা। “খেলার মাঠকে কেড়ে নিওনা,আমাদের শৈশবকে পঙ্গু করে দিও না, হেল্প আস টু সেভ গ্রাউন্ড, কংক্রিকেটের জঙ্গলে এই মাঠটাই তো ফুসফুস, তাও হারিয়ে যাবে?”-এই সব করুণ বার্তা লেখা প্ল্যাকার্ড নিয়ে চতুরঙ্গ মাঠে বিক্ষোভ দেখায় খুদেরা।
অভিযোগ বছরভর ধরে চলা অনুষ্ঠানের ঠেলায় হারিয়ে গেছে খেলার মাঠ। পাশাপাশি এলাকার বয়স্করাও শরীর চর্চা বা প্রাতঃভ্রমণের জন্য ব্যবহার করতে পারছেন না ওই মাঠ। স্থানীয়দের অভিযোগ একে সারা বছরই অনুষ্ঠান লেগে থাকে তার উপর অনুষ্ঠানের জন্য স্টেজ, মণ্ডপ ইত্যাদি তৈরির জন্য সারা মাঠ গর্ত, আবর্জনা, পাথর, পেরকে ভরে গেছে। ফলে মাঠটি বর্তমানে খেলা বা হাঁটাহাঁটির অযোগ্য হয়ে উঠেছে। এছাড়াও যেহেতু এলাকার মানুষ আর ওই মাঠটি খেলাধূলা বা হাঁটাহাটি শরীর চর্চার জন্য ব্যবহার করতে পারছেন না সেই সুযোগে সন্ধ্যার পর থেকে ফাঁকা মাঠ দখল নিচ্ছে দুষ্কৃতীরা। ফলে রাতের অন্ধকারে রীতমতো দুষ্কৃতীদের স্বর্গরাজ্যে পরিণত হচ্ছে চতুরঙ্গ মাঠ। অন্যদিকে বাড়ির সামনে এতবড় মাঠ থাকা সত্ত্বেও এলাকার কচিকাঁচা কিশোর তরুণদের খেলাধূলার জন্য ছুটতে হচ্ছে দূরের কোনও মাঠে।
সব মিলিয়ে মাঠ ফিরিয়ে দেওয়ার আবেদনে সরব এলাকার খুদেরা। এখন এই খুদেদের আবেদন আদৌ কি পৌঁছবে সংশ্লিষ্ট পদাধিকারীদের কাছে? আদৌ কি তাদের খেলার মাঠ ফিরে পাবে এলাকার কচিকাঁচারা? এইসব প্রশ্নই এখন ঘোরাফেরা করছে এলাকার বাসিন্দাদের মধ্যে।