নিজস্ব প্রতিনিধি, দুর্গাপুর: দেওয়াল টপকে শহরের সিটিসেণ্টারের টয়ট্রেন পার্কে ঢুকে নিউ ইয়ার উদযাপন করতে গিয়ে জলে ডুবে মারা গেল এক মদ্যপ তরুন।
রাহুল রজক নামের ঐ তরুণের বাড়ি দুর্গাপুরের সগড়ভাঙ্গা এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে, অন্যান্য বন্ধুদের সাথে নিউ ইয়ার উদযাপন করার উদ্দেশ্য এদিন রাহুল সিটিসেণ্টারে আসে। তারপর বন্ধুদের সাথে চ্যালেঞ্জ করে সে বিনা টিকিটে পার্কের ভেতর ঢোকার জন্য দেওয়াল টপকে লেকের জলে ঝাঁপ দিলে তার সলিল সমাধী ঘটে জলে ডুবেই। বেসরকারী সংস্থার পরিচালনধীন নগর নিগমের ঐ পার্কের কর্মীদের সহায়তায় এদিন বিকালে ঐ তরুণের দেহ উদ্ধার করে পুলিশ।
ওদিকে, পিকনিকের বন্ধুকে বাঁচাতে গিয়ে এদিন নিজেই জলে তলিয়ে গেল এক যুবক। বর্ধমানের উপকণ্ঠে কাঞননগরে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, কাঞ্চননগর চন্ডিতলা এলাকায় ডিভিসির সেচখালের পাশে নববর্ষ উপলক্ষ্যে পিকনিক করতে যায় স্থানীয় কয়েকজন যুবক। দুপুর নাগাদ বিজয় দাস নামে একজন স্নান করতে নামে। কিছুক্ষণ পর তাকে জলে তলিয়ে যেতে দেখে উদ্ধার করার জন্য জলে নামে দীপঙ্কর শীল ওরফে ধনাই শীল (৩৩)। এরপর বিজয় দাস কোনো রকমে উঠে আসলেও জলে তলিয়ে যায় দীপঙ্কর। খোঁজাখুঁজির প্রায় এক ঘন্টা পর সেচখাল থেকে দীপঙ্করকে উদ্ধার করে বর্ধমান হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।



















