eaibanglai
Homeএই বাংলায়দলিল সহ একাধিক দাবিতে বিক্ষোভ ডিএসপি কারখানার জমিদাতাদের

দলিল সহ একাধিক দাবিতে বিক্ষোভ ডিএসপি কারখানার জমিদাতাদের

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– দলিল পুনর্নবীকরণের দাবিতে শুক্রবার সিটিসেন্টারে দুর্গাপুরের মহকুমা শাসক দপ্তরের সামনে জমির পাট্টার দলিলের নকল পুড়িয়ে বিক্ষোভ দেখালেন দুর্গাপুর ইস্পাত কারখানার জন্য জমি প্রদানকারী জমিদাতারা। তাদের অভিযোগ দুর্গাপুর ইস্পাত কারখানা তৈরির সময় জমি দাতাদের যে পাট্টা দিয়েছিল তৎকালীন রাজ্য সরকার সেই পাট্টার দলিল বর্তমানে কোন কাজে লাগছে না । এই অভিযোগ তুলে গোপাল মাঠ সহ বেশ কয়েকটি এলাকার জমি দাতারা এদিন ভূমি রক্ষা কমিটির নেতৃত্বে আন্দোলনে সামিল হন। বিক্ষোভ প্রদর্শনের পাশাপাশি এদিন তিন দফা দাবি জানিয়ে মহকুমা শাসকের কাছে একটি স্মারকলিপিও জমা দেন আন্দোলনকারীরা। এই তিন দফা দাবিগুলি হলঃ- ১.যে সমস্ত গ্রামবাসী সামগ্রিক উন্নয়নের জন্য নিজেদের ভিটেমাটি ত্যাগ করে এগিয়ে এসেছিল তাদের অবিলম্বে জমির দলিল দিতে হবে। ২.শহরের সমস্ত আর এস প্লটকে অবিলম্বে সি এস প্লটে পরিণত করতে হবে।৩.অবিলম্বে আমাদের জমির পরিবর্তে সমস্ত ব্যাঙ্কে ঋণের ব্যবস্থা করতে হবে।

আগামী ১০ দিনের মধ্যে যদি প্রশাসন কোনো সদর্থক ভূমিকা গ্রহন না করে তাহলে আগামীদিনে আমরণ অনশন আন্দোলনের হুমকিও দেন ভূমি রক্ষা কমিটির নেতৃত্বরা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments