নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– রাজ্যে সদ্য সমাপ্ত পঞ্চায়েত নির্বাচনে ঘটা সন্ত্রাসের প্রতিবাদে ও পঞ্চায়েত নির্বাচনকে প্রহসনে পরিণত করা হয়েছে এই অভিযোগে রাজ্য জুড়ে সরব হয়েছে বামেরা। জায়গায় জায়গায় চলছে প্রতিবাদ মিছিল, বিক্ষোভ সমাবেশ। দুর্গাপুর শহরেও পথে নেমে পঞ্চায়েত নির্বাচনে সন্ত্রাসের প্রতিবাদে সরব হল বামেরা। এদিন শহরের প্রাণকেন্দ্র সিটি সেন্টার বাসস্ট্যান্ডে বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়, যার নেতৃত্ব দেন বরিষ্ঠ বাম নেতা তথা দুর্গাপুর পশ্চিমের প্রাক্তন বাম বিধায়ক বিপ্রেন্দু চক্রবর্তী। তিনি জানান, পঞ্চায়েত নির্বাচনে শাসক দল যেভাবে লাগাম ছাড়া হিংসা করেছে তারই প্রতিবাদে এই বিক্ষোভ সমাবেশ। পাশাপাশি তিনি বলেন, শাসকদল রক্তাক্ত রাজনীতির যে খেলায় নেমেছেন গত পঞ্চায়েত নির্বাচনে তা কিছুটা হলেও প্রতিরোধ করেছে আমজনতা। যার ফলে কিছুটা হলেও পঞ্চায়েতে বিরোধী শক্তি গুলি ভালো ফল করেছে এবং বামেরাও এই প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম হয়েছে।
অন্যদিকে এদিনের প্রতিবাদ কর্মসূচিতে দুর্গাপুরের বেশ কয়েকজন প্রবীণ বাম নেতাদের উপস্থিতি নজরে পড়ে। রাজনৈতিক ওয়াকিবহাল মহলে ধারণা, আসন্ন পৌরসভা নির্বাচনকে ঘিরে বামেরা তাদের সর্বশক্তি দিয়ে লড়াইয়ে নামবে। আর এদিনের কর্মসূচি ছিল তারই প্রস্তুতি।