নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুরঃ– টানা কয়েকদিন ধরে চলা প্রচন্ড দাবদাহের পর অবশেষে শনিবার দুপুরে স্বস্তির বৃষ্টি নামে দুর্গাপুরে। কিন্তু তার সঙ্গে শুরু হয় প্রবল বজ্রপাত। বৃষ্টির জেরে সাময়িক স্বস্তি মিললেও বজ্রপাতের জেরে ঘটে গেল বিপত্তি। দুর্গাপুর ফরিদপুর ব্লকের গোগলা গ্রাম পঞ্চায়েতের রসিকডাঙ্গা গ্রামে বজ্রাঘাতে মৃত্যু হল এক ব্যক্তির। মৃত ব্যক্তির নাম সোনা রুইদাস। বয়স আনুমানিক ৬০ বছর।
মৃতের পরিবার সূত্রে জানা গেছে এদিন সকালে সোনা রুইদাসের নাতি মাঠে গরু চরাতে গিয়েছিল। মৃতার স্ত্রী জানান ছোট নাতিকে দিয়ে বড় নাতির জন্য দুপুরের খাবার পাঠাচ্ছিলেন তিনি। এদিকে তখন আকাশ কালো করে মেঘ করেছে। সেই সময় ছোট নাতিকে মাঠে পাঠাতে বারণ করেন সোনা রুইদাস। তিনি জানান তিনি নিজেই নাতির খাবার নিয়ে যাবেন ও গরু ঘরে নিয়ে আসবেন। সেই মতো খাবার নিয়ে বাড়ি থেকে বেরোন। তার কিছুক্ষণের মধ্যেই শুরু হয় প্রবল বজ্রপাত। মাঠে যাওয়ার পথেই বাজ পড়ে গুরুতর জখম হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।