নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– মাত্র ৫ টাকায় মিলবে ভরপেট আহারের সুবিধা। দুর্গাপুরে চালু হয়ে গেল মা ক্যান্টিন। বুধবার দুর্গাপুরের সিটি সেন্টার বাসস্ট্যান্ডে এই মা ক্যান্টিনের শুভ উদ্বোধন করেন আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্যায়, ভাইস চেয়ারম্যান কবি দত্ত, দুর্গাপুরের মহাকুমা শাসক সৌরভ চট্টোপাধ্যায় ও প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান অনিন্দিতা মুখার্জি। এদিন মা ক্যান্টিনের খাবার নিজেদের হাতে পরিবেশন করেন তাপস বন্দ্যোপাধ্যায় সহ উপস্থিত অতিথিবৃন্দ।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ ও পশ্চিমবঙ্গ সরকারের তত্ত্বাবধানে দুর্গাপুরে এই প্রথম চালু হল মা ক্যান্টিন। সপ্তাহের চার দিন অর্থাৎ সোম ,মঙ্গল,বুধ ও বৃহস্পতিবার সিটি সেন্টার বাসস্ট্যান্ড ও বাকি তিন দিন শুক্র, শনি ও রবি দুর্গাপুর মহকুমা হাসপাতালের সামনে থেকে মিলবে মা ক্যান্টিনের খাবার। মেনুতে থাকছে ভাত, তরকারি ও ডিম। আর সঙ্গে থাকবে পেঁয়াজ ও লঙ্কা। প্রতিদিন ১০০ জনের খাবার ব্যবস্থা করা হয়েছে এই ক্যান্টিনের মাধ্যমে। সকাল ৯টা থেকে দেওয়া হবে কুপুন এবং খাবার পরিবেশন করা হবে দুপুর ১ টা থেকে ৩ টের মধ্যে।