নিউজ ডেস্ক, এই বাংলায়ঃ সর্বধর্ম সমন্বয়ের এই দেশে বিভিন্ন জাতির মানুষের বসবাস । কিন্তু সর্ব ধর্মের উপরে যে মনুষ্যত্ব বা মানবিকতায় আসল পরিচয় তা বিভিন্ন সময় আমরা বিভিন্ন ধর্মের মানুষের ভেদাভেদ ভুলে মানবিক কাজ কর্মের মাধ্যমে চাক্ষুষ করে থাকি । তেমনি এক দৃষ্টান্ত তুলে ধরল দুর্গাপুরের স্টীল টাউনশিপ এলাকার চন্ডীদাস সংলগ্ন একটি মসজিদ ও তার সদস্যরা । এমনিতেই আমরা সকলেই জানি বর্তমানে মুসলিম সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব রমজান মাসের সময় । তবে সেই রমজান মাসের সারাদিনের উপবাসকে ভুলে ফের একবার সমাজ সেবায় নিজেদের নিয়োজিত পড়লেন চন্ডীদাসের মজলিস এ মিল্লাতের সদস্যগণ । শুক্রবার সকাল থেকেই মসজিদ চত্বরে এলাকার দুস্থ ও আর্থিকভাবে অনুন্নত মানুষজনের পাশে দাঁড়িয়ে তারা আবারো প্রমাণ করলেন “সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই”। শুক্রবার এলাকার দুস্থ মানুষদের একত্রিত করে তাদের হাতে জামাকাপড় তথা বস্ত্র তুলে দিলেন মসজিদের সদস্যগণ । তবে রমজান মাস উপলক্ষে এই বস্ত্র বিতরণ অনুষ্ঠানই শুধু নয়, স্টীল টাউনশিপ এলাকার চন্ডীদাসের অবস্থিত এই মসজিদের প্রতিষ্ঠালগ্ন থেকেই বিভিন্ন সামাজিক কাজে নিজেদের ব্যস্ত রেখেছেন এখানকার সদস্যরা । রক্তদান শিবির , বিনামূল্যে স্বাস্থ্য শিবির, খাওয়া দাওয়া ইত্যাদি থেকে শুরু করে বিভিন্ন অনুষ্ঠানে বা শীতের সময় দুস্থদের বস্ত্র বিতরনের নানান অনুষ্ঠান এর আয়োজন করা হয় এই মজলিস-ই-মিল্লাতের তরফে। প্রতিষ্ঠার প্রথম থেকেই মসজিদের সদস্যরা যেভাবে ধর্ম বা জাতিভেদ ভুলে গিয়ে সাধারণ মানুষের সেবায় নিজেদের নিয়োজিত করেছেন তা সত্যি প্রশংসার যোগ্য । দুর্গাপুরের বুকে এই মুহূর্তে মাজলিস ই মিল্লাতের এহেন সামাজিক দায়বদ্ধতা সচরাচর দেখা যায় না । আর এখানেই দুর্গাপুর স্টীল টাউনশিপ এর এই মসজিদের সদস্যদের সাফল্য । শুক্রবার রমজান মাস উপলক্ষে মুসলিম সম্প্রদায়ের এহেন উদ্যোগে উপস্থিত ছিলেন ওই এলাকার তৃণমূল কাউন্সিলর মাননীয়া মনি দাশগুপ্ত।