নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– দুর্গাপুরে বিয়ের জল সইতে গিয়ে ঘটে গেল মর্মান্তিক মৃত্যু। শ্যালকের বিয়ের জল আনতে গিয়ে জলে ডুবে মৃত্যু হলো জামাইবাবুর। মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের ফুলঝোড় এলাকায়। মৃতের নাম কৌশিক কুন্ডু , বয়স ৫২ বছর।
স্থানীয় সূত্রে জানা গেছে ফুলঝোর নিবাসী স্বপন কুমার সামন্তের ছেলে দেবমিতের বিবাহ ছিল সোমবার। বিয়ে স্থির হয়েছে বর্ধমানের দক্ষিণ দামোদরের পলাশন গ্রামে। বিয়ের রীতি অনুযায়ী এদিন ভোরে আত্মীয় পরিজনরা স্থানীয় শংখ বাঁধে জল আনতে গিয়েছিলেন। সঙ্গে ছিলেন দেবমিতে দিদি দেবস্মিতা কুন্ডু, জামাইবাবু কৌশিক কুন্ডু ও বাবা স্বপন কুমার সামন্ত । জল তোলার সময় আচমকা জলে ডুবে যেতে থাকেন দেবস্মিতা। বিষয়টি নজরে আসতেই স্ত্রীকে বাঁচাতে জলে ঝাঁপ দেন কৌশিক। কিন্তু তিনিও জলে তলিয়ে যেতে থাকেন। মেয়ে জামাইকে তলিয়ে যেতে দেখে জলে ঝাঁপিয়ে পড়েন স্বপনবাবুও। সেই সময় অন্যান্য় আত্মীয় পরিজনদের চিৎকারে স্থানীয়রা জলে নেমে তিনজনকে উদ্ধার করে। কিন্তু স্বপনবাবু ও কৌশিকবাবুর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তড়িঘড়ি তাদের বিধাননগরের একটি বেসরকারী হাসপাতালে নিয়ে যাওয়া হলে জামাই কৌশিক কুন্ডুকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। অন্যদিক আশঙ্কাজনক অবস্থায় ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন স্বপনবাবু।
আচমকা ঘটে যাওয়া এই ঘটনায় শোকস্তব্ধ স্বপনবাবুর গোটা পরিবার পরিজন সহ এলাকাবাসী। বিয়ে বাড়ির আনন্দের পরিবেশ এক লহমায় বদলে যায় বিষাদে। স্থানীয়দের দাবি ওই শংখ বাঁধের জল ছট পুজো সহ নানা সামাজিক কাজে ব্যবহার করেন এলাকাবাসী, কিন্তু কোনোদিন এই ধরণের দুর্ঘটনা ঘটেনি।